মমতাকে ফোন করে বন্যার খোঁজ নিলেন মোদী, কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং পরবর্তী ক্ষেত্রে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে বেশ কিছু অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। খানাকুল, উদয়নারায়নপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জলস্তর বেড়ে গিয়ে পরিস্থিতি সঙ্গীন। এমনকি উদ্ধারের জন্য পাঠানো হয়েছে হেলিকপ্টারও। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তার দাবি, কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে। রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকেই এর আগেই একহাত নিয়েছিলেন তিনি।

আজ খানাকুল, উদয়নারায়নপুর সহ সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। জানা গিয়েছে তার এই সফরের আগেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। সূত্রের খবর অনুযায়ী, দুজনের মধ্যে রাজ্যের একাধিক জেলার বন্যা সমস্যা নিয়ে কথা হয়েছে। বুধবার সকালে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ইয়াসে বিধ্বস্ত হয়ে পড়েছিল বাংলা, তখনও বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিকভাবে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে। কারন কলাইকুন্ডা বিমান বন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংঘর্ষের দৃশ্যও সামনে এসেছ

এবারও পরিস্থিতি কিছুটা সেদিকেই গড়াচ্ছে বলে ইঙ্গিত রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রীর ফোন পেয়েই মমতা জানিয়েছেন, এটি কার্যত ম্যান মেড বন্যা। তার অভিযোগ, নদীগুলির নাব্যতা কমে যাওয়াতেই জলধারণ ক্ষমতা কমেছে এবং তার জন্যই বার বার বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এদিন টুইট করে জানানো হয়েছে, “বাঁধ থেকে ছাড়া জলে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত এলাকায় সকলে যাদে সুস্থ ও নিরাপদ থাকেন, তার জন্য প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী।” আপাতত সড়ক পথেই খানাকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর