মমতার অভিযোগ উড়িয়ে ফের ভোটের দিন বাংলায় মোদী, আজ রয়েছে জোড়া সভা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ পেতেই মোদি ক্যাবিনেট বাংলায়। বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষও করেছেন ‘মোদীর সাথে সাক্ষাৎ করতে গেলে কি এবার বাংলায় যেতে হবে’ বলে। লাগাতার এ রাজ্যে জনসভা করেছেন বিজেপির প্রধান তিন কেন্দ্রীয় নেতা মোদী-শাহ-নাড্ডারা। এছাড়াও স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং-ও বঙ্গ ভোটে গেরুয়া শিবিরের নির্বাচনী প্রচারের হাল ধরেছেন।

   

তবে বাঁধ সাধল মোদির ভোটের দিন গুলোতেই এ রাজ্যে নির্বাচনী জনসভা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই অভিযোগ করেছেন, ‘ভোটের দিন নির্বাচনী সভা করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ এমনকি গতকাল নির্বাচন কমিশনের ডাকা সর্ব দলীয় বৈঠক থেকে বেরিয়ে একই সুর লক্ষ্য করা যায় সিপিএম নেতা রবীন দেবের মুখেও। তদুপরি পশ্চিমবঙ্গে ভোটের দিনই মোদির প্রচার অব্যহত।

আজ ফের রাজ্যে মোদি (Narendra Modi)। রয়েছে জোড়া জনসভা। এদিন আসানসোল এবং গঙ্গারামপুরে সভা করবেন প্রধানমন্ত্ৰী। এখানেই শেষ নয়, আগামী ২১ এপ্রিল মালদহ ও মুর্শিদাবাদ এবং ২৪ এপ্রিল কলকাতা ও বোলপুরে জনসভা রয়েছে তাঁর। উল্লেখ্য, আজ অর্থাৎ পঞ্চম দফা ভোটের দিন সাতসকালে যথারীতি টুইট করে ভোটার দের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলায় টুইট করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাচ্ছি। বিশেষত প্রথম বার ভোটার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।’

প্রসঙ্গত, বাংলায় প্রথম দফা ভোটের দিন বাংলাদেশে যশোরেশ্বরী কালী মন্দির এবং ওড়াকান্দিতে মতুয়াধামে গিয়েছিলেন মোদী। তারপর দ্বিতীয় থেকে চতুর্থ সব দফাতেই এরাজ্যে প্রচার সেরেছেন তিনি। এরপর আজ ফের রাজ্যে প্রচারে তিনি। নির্বাচনের দিনে নরেন্দ্র মোদীর বাংলায় জনসভা নিয়ে তুমুল আপত্তি জাহির করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনের দিনে নরেন্দ্র মোদীর জনসভা বাতিল করার দাবিও জানিয়েছিলেন। কিন্তু ওনার সমস্ত অভিযোগ উড়িয়ে আজ আবার ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর