দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাব! ৭৪তম প্রজাতন্ত্র দিবসে বার্তা মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ আজ ২৬ জানুয়ারি, ভারতবর্ষের ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। রাজধানী দিল্লির (Delhi) পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে চলছে এই উপলক্ষে নানা অনুষ্ঠান। আজ রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অথিতি রূপে উপস্থিত থাকছেন মিশরের রাষ্ট্রপতি (President of Egypt) আবদেল ফত্তাহ এল-সিসি (Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi)। রাজপথে মোতায়েন করা হয়েছে ৬ হাজার নিরাপত্তারক্ষী। লাগানো হয়েছে ১৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। উল্লেখ্য, এই প্রথমবার দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড পালিত হতে চলেছে।

ইতিমধ্যেই রাজধানীর কর্তকব্যপথে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মিশরের রাষ্ট্র প্রধান রাষ্ট্রপতি মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান তাঁদের সারম্বরে স্বাগত জানিয়েছেন।

এদিন দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাবেন বলে টুইট করেন প্রধানমন্ত্রী। টুইট বার্তায় মোদী লেখেন, ‘ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটিও বিশেষ। কারণ, আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদযাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

প্ৰতি বছরের ন্যায় এবারেও রাজধানীতে দর্শকবৃন্দের ভীড় চোখে পড়ার মত। দিল্লিতে প্যারেড দেখতে আসবেন প্রায় ৬৫ হাজার। পাশাপাশি প্রায় ৬০-৬৫ হাজার মানুষ আজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উদযাপনে অংশ নেবেন। তাৎপর্যপূর্ণ হল, এবছর প্যারেড দেখার জন্য দর্শকদের যে পাস দেওয়া হয়েছে তাতে একটি কিউআর কোড রয়েছে। দিল্লি পুলিশ তরফে জানানো হয়েছে, বৈধ পাসের কোড স্ক্যান করা ছাড়া কেউ প্যারেড দেখতে পারবেন না।

modi

আপনাদের জানিয়ে রাখি, এবছরের প্রজাতন্ত্র দিবসে নজর কাড়তে চলেছেন ভারতীয় সেনাবাহিনীর মহিলা আধিকারিকরা। আকাশ পথে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট চেতনা শর্মা। মেড-ইন-ইন্ডিয়া আকাশ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ‘আকাশে’র নেতৃত্বে থাকবেন তিঁনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর