চীনে যা খুশি তাই খাওয়া ব্যান করার দাবি তুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্বে ইতিমধ্যেই ১১ লক্ষ্য লোক আক্রান্ত হয়েছেন। আর বহু মানুষ এখন মরণ লড়াই করছে। কিন্তু কিভাবে এলো এই ভাইরাস তা কেউই জানেনা। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে।

আর এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) এবং জাতিসংঘকে চীনের ভেজা বাজারের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন। কারণ চিনে এই বাজারে তাজা মাংস, মাছ ইত্যাদি বিক্রি হয়। আর চীনের এই বাজারগুলি বন্য প্রাণীদের মাংস বিক্রি করতে পরিচিত, এমনকি অন্যান্য জাতির কাছ থেকে বিপন্ন প্রজাতির চোরাচালান হয়।

যা বিভিন্ন মারাত্মক রোগজীবাণুগুলির মতো পরিচিত উত্স হিসাবে পরিচিত। চিনা করোনাভাইরাসের কেন্দ্রস্থল হিসাবে অনেকেই মনে করেন সেখান থেকেই এই মারাত্মক মহামারীটি বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর , সেটা আবার খোলা হয়েছে। তাতে আবার নতুন সমস্যা যাতে না হয় সেই চেষ্টা করছে অন্যান্য দেশ। আর নতুন সমস্যা যাতে না হয় সেই জন্য চেষ্টা করবে

সম্পর্কিত খবর