SBI এর পর PNB, করোনা আবহে জালিয়াতি থেকে গ্রাহকদের বাঁচাতে এই পরামর্শ দিল ব্যাংক

বাংলাহান্ট ডেস্কঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ( sbi) পর দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারী ব্যাংক PNB (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক) গ্রাহকদের অর্থ রক্ষার জন্য সামাজিক মাধ্যমে গ্রাহকদের সচেতন করল।

গ্রাহকদের সচেতন করতে তার সামাজিক অ্যাকাউন্টে বিভিন্ন ধরণের তথ্য সরবরাহ করে চলেছে এই ব্যাংক। সম্প্রতি, চেক বই এবং পাসবুক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

টুইটারে ব্যাংক জানিয়েছে, কোনও উদ্বেগ ছাড়াই তার বিদ্যমান চেক বই এবং পাসবুক ব্যবহার করা যেতে পারে। কোনও পরিবর্তন হলে সে ক্ষেত্রে গ্রাহকদের আগেই অবহিত করা হবে। ততক্ষণ পিএনবির পরিষেবাগুলি উপভোগ করতে বলেছে এই ব্যাংক।

এর আগে, করোনা পরিস্থিতিতে স্টেট ব্যাংক বার বার গ্রাহকদের সচেতন করেছে। অনলাইন জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করবার উদ্দেশ্যে sbi বেশ কিছু বিষয়ে সতর্ক করেছে ব্যাংকটি

১. কোনো ভাবেই otp (one time password) কারো সাথে ভাগ করবেন না। এই সংক্রান্ত কোনো লিংক এও ক্লিক করবেন না। মনে রাখবেন, ব্যাংক কখনো আপনার কাছ থেকে OTP বা পাসওয়ার্ড জানতে চায় না।
২. পুরস্কার বা চাকরির লোভে পা দিয়ে কোনো লিংকে ক্লিক করবেন না
৩. নিয়মিত ভাবে ব্যাংকের পাসওয়ার্ড পরিবর্তন করুন
৪. কোনো ফোন কল ভুয়ো বা জাল মনে হলেই নিকটবর্তী থানায় যোগাযোগ করুন
৫. সব সময় ব্যাংকের অফিসিয়াল ওয়েব সাইট থেকে তথ্য ও ফোন নম্বর নিন।

 

সম্পর্কিত খবর