৪ ফেব্রুয়ারী ভারতে লঞ্চ হবে Poco X2

বাংলাহান্ট ডেস্কঃ  ট্যুইটারে অ্যালভিন জানিয়েছিলেন, “2020 সালে Poco-র কাছ থেকে আরও শুনতে পারবেন।”  অ্যালভিন pocofone এর প্রধান। এবার জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হতে চলেছে Poco X2। ৪ ফেব্রুয়ারি ২০২০ তে দিল্লীতে একটি এক লঞ্চ ইভেন্টে Poco X2 লঞ্চ হবে বলে জানিয়েছে চীনের এই মোবাইল নির্মান সংস্থাটি। জানা যাচ্ছে Redmi K30 4G ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হতে পারে Poco X2।

   

2018 সালে Xiaomi-র সাব-ব্রান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছিল Poco। আপাতত একটি মাত্র ফোন Poco F1 ভারত সহ গোটা বিশ্বের গ্রাহকদের মন জয় করেছে। কিছুদিন আগেই Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে নতুন ব্রান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে  Poco।

Poco X2 ফোনে থাকছে, Android 10 অপারেটিং সিস্টেম,4G ভেরিয়েন্টে একটি Snapdragon 730G চিপসেট।  6.67 ইঞ্চি ডিসপ্লে যাতে থাকবে হোল-পাঞ্চ ডিজাইন। রয়েছে চারটি রিয়ার ক্যামেরাও। 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ডুয়াল সেলফি ক্যামেরা, 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

টেক দুনিয়ায় ঝড় তুলেছিল poco এর প্রথম poco f1 নামের ফোনটি। ২০১৮ সালে লঞ্চ হওয়া এই ফোনটি জয় করে নিয়েছিল মোবাইল ব্যবহার  কারীদের হৃদয়। তাই বর্তমানে poco কোম্পানির ফোন নিয়ে উতসাহের শেষ নেই নেটিজেন দের। চলছে নানা রকম জল্পনাও। শেষ পর্যন্ত যদি poco তাদের ঘিরে তৈরী এই আলোচনাকে সত্যি করে মনের  মত স্মার্ট ফোন তৈরী করতে পারে তবে অচিরেই এই সংস্থা দেশের বাজারে ভালো প্রভাব ফেলতে পারবে।

 

সম্পর্কিত খবর