ইয়ারফোনে বিপদ! ১০ বছরের ছেলের কানে জন্ম নিল মারাত্মক ছত্রাক

বাংলাহান্ট ডেস্কঃ ইয়ারফোন ( earphone) ছাড়া আজকাল আমাদের অনেকের জীবনই অচল। আমাদের অনেকেই সারা দিন কানে ইয়ারফোন কানে অভ্যস্ত হয়ে পড়েছি। আর এই অভ্যাস থেকেই জন্ম নিয়েছে মারাত্মক বিপদ। চীনের এক ১০ বছরের ছেলের কানের ভিতর ইয়ারফোন এর কারনে জন্ম নিয়েছে বিষাক্ত ‘‌ব্ল্যাক ফরেস্ট ফাঙ্গাস’।

IMG 20200526 WA0084

জানা যাচ্ছে, দশ বছর বয়সেই ঐ বালক প্রচন্ড ভাবে ইয়ারফোন ব্যবহারে আসক্ত ছিল। নিয়মিতভাবে অত্যাধিক মাত্রায় ইয়ারফোন ব্যবহার করত সে। গত মাসে তার কানে সমস্যা শুরু হয়। সেই সমস্যা আরো জটিল হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান তার কানে বাসা বেঁধেছে বিষাক্ত ছত্রাক।

জানা যাচ্ছে, হেডফোনের কানের ছিদ্র বন্ধ থাকার ফলে কানের মধ্যে আর্দ্রতা বৃদ্ধি পায়। যা ছত্রাক তৈরি হওয়ার পক্ষে আদর্শ। চিকিৎসকরা আপাতত সেই শিশুটিকে বেশ কিছু দিনের জন্য ওষুধ দিয়েছেন। তবে একই সাথে এই মারাত্মক বিপদ সম্পর্কে অবগত ও করেছেন।

পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান জানায়, অত্যাধিক ইয়ারফোনের ব্যবহার বমি ভাব, নার্ভের সমস্যা, ভার্টিগোর মতো রোগের ও জন্ম দেয়। হ্রাস হতে পারে শ্রবণ শক্তিরও। ক্ষতি হয় মস্তিষ্কেরও। রাস্তায় ইয়ারফোনের ব্যবহার বাড়ায় দুর্ঘটনার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। তাই ইয়ারফোন ব্যবহারে আসক্ত হবেন না।

সম্পর্কিত খবর