অগাস্টেই বড় চমক! সাধারণ মানুষও কি পারবে মহাকাশে সফর করতে? উত্তর জানা যাবে এই দিন

বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষ কি ভবিষ্যতে মহাকাশে হাঁটতে (স্পেসওয়াক) পারবে? এই বহুকাঙ্খিত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৬ অগাস্ট। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। জানিয়ে রাখি যে, মহাকাশে প্রথম বাণিজ্যিক স্পেসওয়াক সম্পর্কিত মিশনের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে পোলারিস ডন অ্যাস্ট্রোনট মিশন (Polaris Dawn Mission)। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স আগামী ২৬ অগাস্ট এটি লঞ্চ করার পরিকল্পনা করছে। এমতাবস্থায়, এটি লঞ্চ হলে এই মিশন হবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মিশন যেখানে উপস্থিত মহাকাশচারীরা স্পেসওয়াক করবেন।

সম্পন্ন হবে গুরুত্বপূর্ণ মিশন (Polaris Dawn Mission):

ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে গত বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ এক পোস্টে এই মিশনের সঙ্গে যুক্ত দলটি এই তথ্য জানিয়েছে। এর আগে গত ৩১ জুলাই এটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। তবে, তা সম্পন্ন করা হয়নি। জানা গিয়েছে যে, এই মিশনের (Polaris Dawn Mission) আওতায় স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চারজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে। তাঁরা স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হবেন। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এই লঞ্চটি সম্পন্ন হবে।

   

Polaris Dawn Mission Can ordinary people travel to space.

এদিকে, এই গুরুত্বপূর্ণ মিশনটিতে (Polaris Dawn Mission) বিলিয়নেয়ার জ্যারেড আইজ্যাকম্যান অর্থ সাহায্য করছেন। তিনি এই মিশনের নির্দেশের দায়িত্বেও থাকছেন। তিনি ছাড়াও পাইলট হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল স্কট পোটেট। এর পাশাপাশি, সারাহ গিলিস এবং আনা মেনন এই মিশনে বিশেষজ্ঞের ভূমিকা পালন করবেন। তাঁরা দু’জনেই স্পেসএক্সের অপারেশন ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন: আম্বানি নেন না একটা পয়সাও! রিলায়েন্স থেকে কত বেতন পান নীতা এবং তিন সন্তান? জানলে হবেন “থ”

পৃথিবী থেকে ৭০০ কিলোমিটার ওপরে স্পেসওয়াক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পোলারিস ডন মিশনকে (Polaris Dawn Mission) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) থেকেও উঁচুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার ওপরে যাবে। যেখানে ISS পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই মিশনের অধীনে সফর করা মহাকাশচারীরা প্রথমবারের মতো একটি প্রাইভেট স্পেসওয়াক করবেন। সেই সময়ে স্পেসএক্সের স্পেসসুট ব্যবহার করা হবে।

আরও পড়ুন: GDP বৃদ্ধির হার ৭.২ শতাংশে বজায় রাখল RBI, মুদ্রাস্ফীতি থেকে মিলবে মুক্তি? কি জানালেন গভর্নর?

বলা হচ্ছে যে, ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে অ্যাপোলো মুন মিশনের পর এটিই হবে সবথেকে উঁচু হিউম্যান স্পেস ফ্লাইট। জানিয়ে রাখি যে, ইতিমধ্যে এই মিশনটি ২০২২ সালে লঞ্চ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এমতাবস্থায়, চলতি বছরের শুরুতে এই মিশন (Polaris Dawn Mission) লঞ্চের পরিকল্পনা করা হয়েছিল। তবে, এবার আগামী ২৬ অগাস্ট এই লঞ্চের দিন নির্ধারণ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর