আট বছর আগে চুরি হয় বাইক! চালান আসতেই মালিক টের পান যে, পুলিশই তার বাইক চালাচ্ছে

বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ঘটে সমগ্ৰ বিশ্বে। কিন্তু, সেগুলির মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে কার্যত আকাশ থেকে পড়েন সকলে। এমনকি, সেই অদ্ভুত সব ঘটনার পরিপ্রেক্ষিতে পিছিয়ে থাকেনা আমাদের পড়শি দেশ পাকিস্তানও। সেই রেশ বজায় রেখেই এবার নজিরবিহীন এক ঘটনা সামনে এল সেখান থেকে। জানা গিয়েছে যে, এক ব্যক্তির বাইক চুরি হয়ে যায় দীর্ঘ ৮ বছর আগে। কিন্তু, সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর সেই বাইক বহাল তবিয়তে চালাচ্ছেন পুলিশরা। আর এই ঘটনা সামনে আসতেই অবাক সকলে।

   

সাধারণত কোনোকিছু চুরির ঘটনায় সাহায্যের জন্য সবাই পুলিশের কাছে যান। কিন্তু, সেই পুলিশই কিনা ব্যবহার করছে চুরি হওয়া বাইক! স্বাভাবিকভাবেই এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। এমনকি, এই ব্যাপারে আদৌ কিছু জানতেন না ওই বাইকের মালিকও।

লাহোর থেকে চুরি হয় বাইক:
জানা গিয়েছে, যে ব্যক্তির বাইক চুরি হয়েছে তাঁর নাম হল ইমরান। তিনি জানিয়েছেন, তাঁর বাইক ৮ বছর আগে লাহোরের মুঘলপুরা এলাকা থেকে চুরি হয়। এরপর তিনি এই বিষয়ে থানায় অভিযোগও করেন। কিন্তু, তাও কোনো লাভ হয়নি। এদিকে, হঠাৎ করেই তাঁর কাছে ই-চালান আসতে শুরু করে। তখনই তিনি জানতে পারেন যে, পুলিশ অফিসাররা চোরাই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ তাঁর নামে চালান আসছে।

বাইক চুরির ঘটনা ভুলে গিয়েছিলেন তিনি:
ইমরান জানান, ৮ বছর আগে তাঁর হন্ডা সিডি ৭০ বাইকটি চুরি হয়। অনেক চেষ্টার পরও যখন বাইকটি পাওয়া যায়নি তখন তিনি হাল ছেড়ে দেন। এমনকি, একটা সময়ে তিনি বাইক চুরির ঘটনাটিও প্রায় ভুলতে বসেছিলেন। কিন্তু, একদিন হঠাৎ তাঁর বাড়িতে একটি ই-চালান আসে। স্বাভাবিকভাবেই সেই চালান দেখে তিনি অবাক হয়ে যান। পাশাপাশি, তিনি জানতে পারেন যে, তাঁর চুরি যাওয়া বাইকটি লাহোরের পুলিশ অফিসাররা ব্যবহার করছেন। আর সেটা তারই চালান।

e challan,bike,Police,lahore,Pakistan,International,Stolen Bike,Owner,Surprised

এখন পুলিশের কাছে বাইক ফেরতের দাবি জানান তিনি:
এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান এখন পুলিশের কাছে আবেদন করেছেন। এর পাশাপাশি তিনি তাঁর গাড়ি ফেরত দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন। ইমরান বলেছেন, ৮ বছর আগে যে পুলিশ বাইকটি খুঁজে পায়নি, তারাই এখন সেটি চালাচ্ছে। এমতাবস্থায়, ইমরান পুলিশ কর্মকর্তাদের তাঁর বাইক ফেরত দিতে বলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর