টিকিয়াপাড়া কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত শাকিব সহ ১৩ জন

গত মঙ্গলবার টিকিয়াপাড়ায় বাজারে প্রচুর লোক জমায়েত হয়েছিলো। লক ডাউনের মধ্যেই অনেক জায়গায় বন্ধ দোকান বাজার। কিন্তু তবুও করোনা পরিস্থিতিতে লক ডাউন চলাকালীন টিকিয়া পাড়ায় খোলা ছিলো বাজার। ঐদিন বাজারে জমায়েত হওয়ার পর সেখানে পুলিশ এসেছে এলাকা ফাঁকা করতে বলে এক যুবকের সাথে বচসা বাধে পুলিশের। পরে ওই ঝামেলায় একটা ভিডিও ফুটেজ পুলিশ পায় আর সেই ভিডিও ফুটেজ দেখার পর পুলিশ ওই যুবককে শনাক্ত করেন।

আর জানতে পারে তার নাম শাকিব। সাকিবের সাথে ছিলো আরো দুজনে একজনের নাম জিলানী এবং অন্য জনের নাম টারজান। তারপরে এই তিনজন কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এদের মধ্যেই মূল অভিযুক্ত শাকিব তিনি সেদিন পুলিশের ওপর হাতের ওঠায় এমনকি তাকে লাথিও মারে।

পুলিশের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাকিব।আর এই ভিডিও ফুটেজ তাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ৷ ব্যাপার হলো করোনা সংক্রমন কমানোর জন্যে বেশ কিছু এলাকায় বলা হয়েচ্ছে স্পর্শকাতর এলাকা। এখানে এখন কোনো ভাবেই লোক ডাউন অমান্য করা যাবেনা কিন্তু টিকিয়া পাড়ায় অবাধে চলছিল এই কাজ কারবার আর তাতেই পুলিশ হানা দেয় আর পরে এই অশান্তি শুরু হয়।

করোনা ক্রমশ ছড়ানোর ফলে কেন্দ্রীয় সরকার থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার হচ্ছে। কিন্তু তার মধ্যেও অনেকেই লক ডাউন অমান্য করছেন। পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। আর ভারতে এর মধ্যেই আক্রান্ত সংখ্যা পঁয়ত্রিশ হাজার। তাও নিয়ম না মেনে চলছে অবাধ বিচরণ।

সম্পর্কিত খবর