রেণুর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও দুই, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : স্ত্রীর হাত কেটে নেওয়ার অপরাধে আগেই গ্রেফতার হয়েছিলেন স্বামী শরিফুল। এবার এই ঘটনায় তার দুই সঙ্গীকেও গ্রেফতার করল পুলিশ। সূত্রে খবর, রেণু খাতুনের হাত কাটার সময় তারা শরিফুলের সঙ্গী ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। শরিফুল তাদের ‘ভাড়া’ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আশরাফুল শেখ এবং হাবিব শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত শনিবার রাতে যখন অভিযুক্ত শরিফুল রেণুর ডান হাতের কব্জি কেটে নেয় তখন আশরাফুল এবং হাবিব তাকে সাহায্য করেছিল। শরিফুল তাদের টাকা দিয়ে ‘ভাড়া’ করেছিল বলেই পুলিশকে জানায়। শরিফুলকে জিজ্ঞাসাবাদ করেই পাওয়া তথ্যেই আশরাফুল এবং হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানতে পারে, আশরাফুল এবং শেখ হাবিব দু’জনেই পেশায় পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবারই তাদের কেরলের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল। পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে টের পেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, কেরলে পালানোর ছক করেছিল তারা। ট্রেনের টিকিটও কেটে ফেলেছিল। সেই টিকিট উদ্ধার করেছে পুলিশ। এর আগেও অপরাধ করে তারা কেরলে গা ঢাকা দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শরিফুল তাদের ‘ভাড়া’ করে আনে স্ত্রীকে মারধর করবে বলে। শরিফুল-র মাসির বাড়ি তালগ্রামে। সেই সূত্রেই আশরাফুল এবং হাবিবের সঙ্গে তার পরিচয় হয়।

মুর্শিদাবাদের ওই দুই দুষ্কৃতী গ্রেফতার হওয়ার পরে এই ঘটনায় মোট পাঁচ জন অভিযুক্ত গ্রেফতার হলো। প্রথমে শরিফুলের বাবা এবং মাকে গ্রেফতার করে পুলিশ। তারা আপাতত রয়েছেন জেল হেফাজতে। পরে শরিফুলকেও খুঁজে বের করে গ্রেফতার করা হয়। সে এখন পুলিশের জিম্মায়। পুলিশ জানায়, ধৃতদের আলাদা আলাদা করে জেরা করা হয়েছে। এবার তাদের একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর