১ কোটি টাকার কাটমানি! গ্রেফতার সরকারি কর্মচারী

বাংলা হান্ট ডেস্ক: মালদায় নির্মল বাংলা মিশন প্রকল্পে করা হলো কাটমানি, গ্রেফতার এক সরকারি কর্মী। অভিযুক্ত প্রমোদকুমার সরকার মানিকচক ব্লকে কাজ করেন। প্রমোদকুমার সরকার বছর খানেক আগে রতুয়া ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ ছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই সময়ের প্রধানের সঙ্গে হাত মিলিয়ে, নির্মল বাংলা মিশনের টাকা এদিক ওদিক করেছেন তিনি।

এরপরই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। অনেকেই এখন প্রকাশ্যে তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। এমনই এক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মালদার রতুয়ার তৃণমূল নেতা সুকেশ যাদব কে। নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরির টাকা, সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ, ১ কোটি ৪০ লাখের প্রকল্পে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর তদন্ত করা হলে তাতে উঠে এসেছে এই সরকারি কর্মীর নাম। স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছেন তদন্ত আরো এগোলে অনেকেই ধরা পড়বে কাটমানির অভিযোগে। অন্যদিকে তৃণমূল জানিয়েছে, যারা এই দুর্নীতি করছে, তাদের কেউই প্রশ্রয় পাবেন না, সকলেরই চরম থেকে চরমতর শাস্তি হবে।

সম্পর্কিত খবর