মানুষকে মাদকের ব্যবহার ও বেআইনি মাদক পাচারের বিরুদ্ধে পথে নামলো পুলিশ

ইন্দ্রানী সেন,বাঁকুড়া: এলাকার মানুষকে মাদকের ব্যবহার ও বেআইনি মাদক পাচারের বিরুদ্ধে সচেতন করতে পথে নামলেন বাঁকুড়ার কোতুলপুরের ওসি।
“বিশ্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হলো বাঁকুড়ার কোতুলপুরে। বুধবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার ব্যবস্থাপনায় এলাকার মানুষকে মাদক সেবন ও অবৈধ মাদক পাচারে পথে নামেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার পাল।

উল্লেখ্য, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন কোতুলপুর থানা থেকে ব্লক অফিস পর্যন্ত সচেতনতা মূলক পদযাত্রায় স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

পদযাত্রার শেষে কোতুলপুর ব্লক কমিউনিটি হলে নারীদের আত্মরক্ষা, মাদক সেবন, ড্রাগের অপব্যবহার নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত কোতুলপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল গায়েন, শিক্ষক প্রসেনজিত সরকার ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে কোতুলপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পর্কিত খবর