করোনার মধ্যে বিশাল ধর্মসভা যাজকের, হাতেনাতে ধরে বড়সড় জরিমানা করল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই, চারিদিকে হাহাকার পড়ে গিয়েছিল। অক্সিজেন সংকট, হাসপাতালের বেড সংকট, ভ্যাকসিনের আকাল, এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালকদের আকাশ ছোঁয়া ভাড়া চাওয়া- সবকিছু মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে পড়তে হছিল। তবে বেশ কিছু রাজ্যে লকডাউন জারী করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও, কিছু মানুষের এখনও হুশ ফেরেনি। এই সংকটের মধ্যেও ধর্মীয় সভার আয়োজন করে, করোনাবিধি শিকেয় তুললেন বেশকিছু মানুষ।

   

লকডাউনের মধ্যেই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (andhra pradesh) শ্রীকাকুলাম জেলায়। সেখানে একটি ধর্মীয় সভার আয়োজন করে ধর্মকথা শোনাচ্ছিলেন পাদরিরা। উপস্থিত অনেকের মুখেই মাস্ক ছিল না, এমনকি তাঁদের মধ্যে ছিল না কোন সামাজিক দূরত্বও।

ঘটনার বিষয়ে খবর পেয়ে সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ। সেই মুহূর্তেই তাঁদের সেই স্থান ত্যাগ করার নির্দেশ দিলেও, তাঁরা তা শুনতে নারাজ। অবশেষে একজন মহিলা পুলিশ কর্মী নিজেই স্টেজে উঠে মাইক হাতে তেলুগু ভাষাতেই বলেন, যারা যারা এখনই এই জায়গা ছেড়ে চলে যাবেন না, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই কথা শুনতেই, সেখানে উপস্থিত জনতা স্থান ত্যাগ করেন।

অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমণ নেহাত কম নয়, তারউপর করোনার দোসর হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার ৯৯৪ জন এবং মারা গিয়েছে ৯৬ জন। কিন্তু তা সত্ত্বেও মানুষের এখনও হুঁশ ফেরেনি। এই ঘটনার পরবর্তীতে ঘটনাস্থল থেকে কয়েকজন পাদরিকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর