পুলিশের নিস্ক্রিয়তার প্রতিবাদে ন্যাজাট থানা ঘেরাও বিজেপির

বাংলা hunt ডেক্সঃ প্রায় দেড় মাস হয়ে গেলেও এখনো নিখোঁজ বিজেপি কর্মীর কোন খোঁজ দিতে পারলো না পুলিশ, সেই সঙ্গে এখনো অধরা মুল অভিযুক্তরা। পুলিশের এই নিস্ক্রিয়তার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
প্রায় দেড় মাস কেটে গেলেও আজও থমথমে সন্দেশখালীর ভাঙিপাড়া। যেকোন সময়ে আবারও আগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। সেই ঘটনায় তৃণমূল আশ্রিত দুস্কৃতি তথা ঘটনার মূল অভিযুক্তরা এলাকায় বহালতবিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আজও গ্রেফতার করেনি। সেই কারনে আবারও তারা হামলা চালিয়ে ঘটনার পুনারাবৃতি ডেকে আনতে পারে বলে দাবী করেছে বিজেপি। এর পাশাপাশি সেই দিনের পর থেকে আজও নিখোঁজ দেবদাস মণ্ডল নামে এলাকার এক সক্রিয় বিজেপি কর্মী। পুলিশ শুধু আশ্বাস দিয়ে গেলেও নিখোঁজ দেবদাস মণ্ডল কে আজও খুঁজে বার করতে পারেনি। সেই সঙ্গে ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।

পুলিশের এই নিস্ক্রিয়তার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপরে ন্যাজাট থানা ঘেরাও করার কর্মসূচি গ্রহন করে বসিরহাট সাংগঠনিক বিজেপি জেলার কর্মী সমর্থকেরা। এদিন ন্যাজাট বাজার থেকে নবদ্বীপ জোনের পরিদর্শক দেবাশিষ মিত্র ও বসিরহাট সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি গনেশ ঘোষ এর নেতৃত্ব শতাধিক বিজেপি কর্মী সমর্থক দের নিয়ে মিছিল করে ন্যাজাট থানার ঘেরাও করে। থানার রোডের উপর পুলিশের তৈরী পরপর দুটি ব্যারিকেড এর মধ্যে প্রথম ব্যারিকেড ভাঙার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মী সমর্থকের পুলিশের সঙ্গে রীতিমতো খণ্টযুদ্ধ করে প্রথম ব্যারিকেড টা ভেঙে ফেললেও দ্বীতিয় ব্যারিকেড টা ভাঙাতে পারেনি বিজেপি কর্মী সমর্থকেরা।

f38ddf2a 819e 4bab 8628 e1f0b46fdb03ওই ব্যারিকেড না ভাঙতে পেরে বিজেপির একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে দেখা করে, পুলিশ কে রীতিমতো হুমকি দিয়ে তাঁরা বলেন আগামী পনেরো দিনের মধ্যে নিখোঁজ দেবদাস মণ্ডল কে খুঁজে বার করতে হবে সেই সঙ্গে ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে নইলে আইন সবাই নিজে হাতে তুলে নেবে। নবদ্বীপ জোনের পরিদর্শক দেবাশিষ মিত্র বলেন,’ পুলিশ এখন তৃণমূলের ক্রীতদাস হয়ে কাজ করছে, তৃণমূলের দুস্কৃতিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেফতার করছে না, অপর দিকে আমাদের কর্মী দেবদাস এর এখনো কোন খোঁজ দিতে পারেনি, আগামী পনেরো দিনের মধ্যে পুলিশ এই দুটো কাজ না করলে আমরা আইন নিজে হাতে তুলে নেবো’।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর