বিমানে জঙ্গি থাকার অভিযোগ, অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ এয়ার ইন্ডিয়ার দিল্লী- গোয়া গামী একটি বিমানে আতঙ্কবাদী (terrorist) থাকার ঘটনায় উত্তেজনা ছড়ায় বিমান বন্দর চত্বরে। বিমান মধ্যস্থ যাত্রীরা দাবি জানায়, বিমানের মধ্যে এক আতঙ্কবাদী রয়েছেন। তাদের অভিযোগের উপর ভিত্তি করেই, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

   

আতঙ্কিত হয়ে পড়েন বিমান মধ্যস্থ যাত্রীরা
কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি “বিশেষ সেল” এর কর্মকর্তা বলে দাবি করেছিলেন। যার জেরেই বিমান মধ্যস্থ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ধারণা করেন, ওই ব্যক্তি সন্ত্রাসবাদী। তাদের কথার উপর ভিত্তি করেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় মানসিক ভারসাম্য হারিয়েছেন ওই ব্যক্তি
ডাবোলিম বিমানবন্দর থানার সাথে যুক্ত এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমান মধ্যস্থ এক যাত্রী জিয়া-উল-হককে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারমাস্য হীন।

ওই ব্যক্তির চিকিৎসা চলছে
জানা গিয়েছে, বিমানটি ডাবোলিম বিমানবন্দরে অবতরণ করা পরই সিআইএসএফ কর্মীরা ওই ব্যক্তিকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের তরফ থেকে জানা যায়, বর্তমানে ওই ব্যক্তিকে সরকারী হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তার মানসিক চিকিৎসা করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর