ল্যান্ডার বিক্রমকে নিয়ে মর্মস্পর্শী টুইট পুলিশের, মন হল দেশবাসীর

সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বর্তমানে দেশের পুলিশরা সমাজ সচেতনতায় মন দিয়েছে৷ পথ দুর্ঘটনা রোধ করতে এবং নিরাপদে পথ চালানোর জন্য বার বার প্রচার চালাচ্ছে পুলিশ৷ শুধু সমাজকে সচেতন করে তুলতে বড় বড় বিজ্ঞপ্তি জারি করাই নয় অনেক সময় হাসি ঠাট্টার ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচার চালায় পুলিশ৷ এবার আবারও এক রাজ্যের পুলিশ সামাজিক মাধ্যমে অন্য রকম ভাবেই ধরা দিলেন সকলের মাঝে৷ টুইট করে নিয়মভঙ্গের সমর্থন করলেও নাগপুর পুলিশ৷

চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের জন্য টুইট করে নিয়ম ভাঙাকে সমর্থন জানানো হয়েছে সে রাজ্যের পুলিশের তরফ থেকে৷ শুক্রবার গভীর রাতে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার সময় নিখোঁজ হয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম যদিও মাত্র দেড় দিনের মধ্যেই ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছে ইসরো৷ কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানীরা তাই বিজ্ঞানীদের এই নিরলস পরিশ্রমের পরিপ্রেক্ষিতেই একটি টুইট করেছেন নাগপুর পুলিশ, সেখানে তাঁরা লিখেছেন, প্রিয় বিক্রম দয়া করে সাড়া দাও সিগন্যাল ভাঙার জন্য তোমাকে জরিমানা করা হবে না চালালে কাটা হবে না৷ ঠিক যেমন ট্রাফিক আইন ভঙ্গ করলেই পুলিশ জরিমানা নেন ঠিক সেই ভঙ্গিতেই নাগপুর পুলিশের এই টুইট এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে৷

গোটা দেশের কাছে ল্যান্ডার বিক্রম এক অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে৷ কী হল কী হল? এই চিন্তা নিয়েই দিন কাটাচ্ছে দেশবাসী৷ যদিও ইসরোর তরফ থেকে সাময়িক অসুস্থতা কাটিয়ে ল্যান্ডার বিক্রমের কাজ করার খবর প্রকাশিত হয়েছে তবুও আশায় দিন গুনছে দেশবাসী৷ তবে নাগপুর পুলিশের এই মজার টুইটের পরিপ্রেক্ষিতে অনেকেই আবার বলছেন জরিমানার ভয়ে সাড়া দিচ্ছে না ল্যান্ডার বিক্রম৷

সম্পর্কিত খবর