পুকুরে জলাশয় থেকে মস্ত বড়ো কুমির উদ্ধার

Published On:

বাবলু প্রামাণিক , দক্ষিণ ২৪ পরগণা:দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের কইমুড়ি গ্রামে পুকুরে কুমীর ভাসতে দেখে এলাকায় হুলস্থুল পড়ে যায়। বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান অনিমেষ মন্ডল ও তাঁর স্ত্রী শ্রাবন্তী মন্ডল। তারাই প্রথমে কুমিরটিকে দেখতে পান।

পুকুরে ভাসতে থাকা জীবটিকে প্রথমে গোসাপ বলে মনে করেন এলাকার মানুষজন। কারণ ওই অঞ্চলে গোসাপের আকার অনেকটাই বড় হয় এবার তা দেখতে অনেকটাই কুমিরের মতো। পরে দেখা যায় সেটি গোসাপ নয় বরং ফুট সাতেক লম্বা একটা কুমির।
কুমির ধরতে নেমে পড়েন এলাকার লোকজন। খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জ অফিসেও।
রামগঙ্গা রেঞ্জের লোকজন এসে কুমির ধরার কাজে লেগে পড়ে। জেনারেটার জ্বেলে শুরু হয় কুমির ধরার কাজ।

বহু চেষ্টার পর জালে ধরা পড়ে সেটি। বাঁশ ও বস্তার সঙ্গে জড়িয়ে সেটিকে নিয়ে যান বন দফতরের কর্মীরা। জানা যাচ্ছে সেটিকে ভাগবতপুরে ছেড়ে দেওয়া হবে।

X