fbpx
টাইমলাইনবিনোদন

বাড়ি কিনতে প্রভাস ও অনুষ্কা বিদেশে পাড়ি দিলেন

বাংলা হান্ট ডেস্ক: ‘বাহুবলী ২’ মুক্তির পর থেকে প্রভাসের নাম এই জেনারেশনের তরুণ-তরুণীদের মুখে মুখে। সম্প্রতি শোনা গিয়েছিল তিনি নাকি ‘সাহো’ র মুক্তির পর বিয়ে করতে চলেছেন। একটা সময় রটে যায়, কোনও এক নামী ব্র্যান্ডের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে তারকা নিজেই সেসব তথ্য উড়িয়ে দেন কখন সাক্ষাৎকারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল, যাঁকে প্রভাস নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে দাবি করতেন , সেই অনুষ্কা শেট্টির সঙ্গেই বিয়ে করতে চলেছেন তিনি। আর সেই জন্যই দুই তারাকা একসঙ্গে লস এঞ্জেলসে বাড়ি খুঁজতে গিয়েছেন। সূত্রের দাবি, প্রভাস অনুষ্কা বিয়ের পর লস অ্যাঞ্জলসে থাকবেন। তবে বহুবার বিভিন্ন সময়ে অনুষ্কা শেট্টি জানিয়ে দেন যে তিনি কোনও মতেই প্রভাসের সঙ্গে সম্পর্কে লিপ্ত নন।

এছাড়াও প্রভাসও এমনই বক্তব্য বারবার রেখেছেন যে অনুষ্কার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। সাম্প্রতিক কালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানেও তিনি জানিয়েছেন যে তিনি অনুষ্কার সঙ্গে সম্পর্কে নেই। তবে এরপরও অনুষ্কার সঙ্গে প্রভাসের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক।

Leave a Reply

Close
Close