সতীর্থদের শুভেচ্ছা জানান না ধোনি, ফাঁস করলেন প্রজ্ঞান ওঝা

বাংলা হান্ট ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি। নামটা মাথায় আসলেই ভেসে আসে নুয়ান কুলাশেখরা মারা ছক্কার ছবি। ২০১১ বিশ্বকাপ জয়ের পর তামাম ক্রিকেটপ্রেমী ভারতীয়দের মনে মাহি জায়গা করে নেন চিরস্থায়ী ভাবে। বহু ক্রিকেট সতীর্থই তাকে আদর্শ হিসেবে মানেন। কিন্তু এহেন ধোনিও নাকি অসম্ভব কুসংস্কারাচ্ছন্ন, জানালেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ প্রজ্ঞান ওঝা।

ওঝা জানিয়েছেন, ম্যাচের আগে ধোনি ঘুনাক্ষরেও কোন সতীর্থকে শুভেচ্ছা জানান না। কেন শুভেচ্ছা জানান না, সেই প্রসঙ্গে ওঝার মন্তব্য,’ এমএসডি ম্যাচের আগে কোনও সতীর্থকে ‘ অল দ্যা বেস্ট ‘ কিংবা ‘ গুড লাক ‘ বলেন না। কারণ ও মনে করে, যখন ও কোনও প্লেয়ারকে ম্যাচের আগে এরকম ভাবে শুভেচ্ছা জানাতো, সেটার ফল ঠিক উলটো হতো। তারপর থেকেই হয়তো, ও ম্যাচের আগে কোনও সতীর্থকে, শুভেচ্ছা দেওয়া ছেড়ে দেয়।’

ওঝা এই প্রসঙ্গে আরও যোগ করেন, তিনি এই ব্যাপারটা নিয়ে ধোনির সঙ্গে আলোচনা করেছিলেন। ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি স্পিনার জানান, এমনকি প্রতিপক্ষ দলের কোনও খেলোয়াড়রাও ধোনির কাছে যান না ম্যাচের আগে। ধোনির সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওঝার মন্তব্য,’ আমি পুরো ব্যাপারটা নিয়ে এমএসডির সঙ্গে আলোচনা করেছি। লোকেদের কেমন লাগে সেই প্রসঙ্গ নিয়েও। এমনকি ও প্রতিপক্ষ কোনও দলের খেলোয়াড়কে শুভেচ্ছা জানায় না ম্যাচের আগে। ওরা ম্যাচের আগে এমএসডি থেকে কোনও শুভেচ্ছাবার্তা পান না।’

আইপিএলের ১৪তম সংস্করণ চলছে। সেই প্রথম সংস্করণ থেকে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝের দুটো বছর বাদ দিলে। আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে ২০০ টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড করেছেন তিনি। চলতি মরশুমে তার নেতৃত্বে চেন্নাই আইপিএলে ভালই ফর্মে রয়েছে। দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের স্থান এখন দুই নম্বরে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর