ক্রিকেটের পয়সা জোগাতে বিলি করতে হতো দুধের প্যাকেট! রোহিতের ছোটবেলার গল্প শোনালেন সতীর্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের (BCCI) কাছ থেকে বর্তমানে বার্ষিক সাত কোটি টাকা বেতন পান ভারতীয় দলের (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলের (IPL) সবচেয়ে সফল ফ্র‍্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক তিনি। তিনি নেতৃত্বের ব‍্যাটন নিজের কাঁধে তুলে নেওয়ার পর থেকেই ৫ টি ট্রফি জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি বর্তমানে সর্বোচ্চ আইপিএল ট্রফি জয়ী (৬টি) ক্রিকেটারও বটে। কিন্তু রোহিতের জীবনের শুরুটা এতটা জমকালো ছিল না।

এর আগে রোহিত শর্মার বন্ধুত্ব নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন ছোঁয়া কথা সকলকে বলে এসেছেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার প্রজ্ঞান ওঝা। রোহিত শর্মা একজন মানুষ হিসেবে যে অত্যন্ত সৎ, চরিত্রবান এবং উপকারী, এমনটা সকলে এতদিনে জেনে গিয়েছেন। কিন্তু এবার তার ছোটবেলার আরও কিছু আশ্চর্যজনক তথ্য সকলের সামনে আনলেন প্রাক্তন ক্রিকেটার।

অনেকেই হয়তো জানেন না যে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব বহন করা রোহিত শর্মাকে ছোটবেলায় বাড়ি বাড়ি দুধের প্যাকেট পৌঁছে দিয়ে তবে নিজের ক্রিকেট খেলার খরচ যোগাড় করতে হতো। আইপিএল এবং ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন একসাথে খেলার প্রজ্ঞান ওঝা সম্প্রতি এই তথ্যটি সকলের সামনে এনেছেন। রোহিতের এই লড়াইয়ের সাক্ষী ছিলেন তিনিও।

জাতীয় দল বা আইপিএলে এক দলে খেলার অনেকদিন আগে থেকেই রোহিতকে চিনতেন তিনি। ওঝা জানিয়েছেন, “আমার সঙ্গে রোহিতের প্রথম দেখা ভারতীয় অনূর্ধ্ব ১৫ শিবিরে। সবাই ওকে নিয়ে আলোচনা করত ওর প্রতিভা সম্পর্কে কথা হতো। নিজে বেশি কথা বলতো না। কিন্তু ব্যাটিং করতো অত্যন্ত আগ্রাসন এবং মনোযোগের সঙ্গে।”

ojha rohit

তারপর ওঝা জানিয়েছেন যে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ক্রিকেট খেলার বিপুল আর্থিক চাহিদা পূরণ করার ক্ষমতা ছিল না তাদের পরিবারের। তাই রহিত শর্মাকে সকাল সকাল বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে সেই কাছ থেকে উপার্জন করা অর্থ ক্রিকেটের পেছনে খরচা করতে হতো। কিন্তু ভারতীয় অক্সিনার জানিয়েছেন যে এই নিয়ে হিটম্যানের মনে কখনোই কোন আক্ষেপ ছিল না বরং সব সময় একটা হাসি তার মুখে লেগেই থাকতো।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর