একটা গুটখার বিজ্ঞাপনেই ৫০ কোটি টাকা! ভাল ছবি করবেন কেন তারকারা? শাহরুখ-অজয়দের একহাত নিলেন পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: যা সমাজের পক্ষে ক্ষতিকর সেগুলোরই ঢালাও প্রচার করে বলিউডের (Bollywood) প্রথম সারির তারকারা। পানমশলা থেকে মদ, টাকা পেলে কোনো কিছুর বিজ্ঞাপনেই না নেই তাঁদের। কিন্তু এতে যে তাঁদের অনুরাগী, দেশের জনতার উপরে কী প্রভাব পড়ছে তা তারা বুঝতে চান না। এবার এই অভিযোগেই শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারদের বিদ্ধ করলেন পরিচালক প্রকাশ ঝা (Prakash Jha)।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, পাঁচ ছয় জন অভিনেতার অবস্থা তথৈবচ। এঁরা একটা গুটখার বিজ্ঞাপন করেই ৫০ কোটি টাকা উপার্জন করেন। তাহলে এঁরা তাঁর ছবিতে অভিনয় করতে যাবেন কেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক প্রকাশ ঝা।

Prakash Jha 1280x720 1

তিনি আরো বলেন, “এই অভিনেতারা গুটখা বিক্রি করছেন। ভাবতে পারেন? এই প্রথম সারির কিংবদন্তি অভিনেতারা করছেনটা কী?” পরিচালক জানান, তাঁরা এক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানকার প্রিন্সিপাল তাঁদের প্রশ্ন করেন, বলিউডে হচ্ছেটা কী? স্কুলের ছাত্ররা লুকিয়ে গুটখা খেতে গিয়ে ধরা পড়ছে! সব বলিউডি ছবি দেখার প্রভাব। লখনউ, প্রয়াগরাজ, মুঘলসরাইয়ের রাস্তায় ঘুরলেই দেখা যাবে বড় বড় হোর্ডিংয়ে বড় বড় তারকাদের গুটখা, পানমশলার বিজ্ঞাপনের ছবি।

প্রকাশ ঝায়ের মতে, এই ব‍্যবস্থাপনা সহজে বদলাবে না। তার জন‍্য ছবি তৈরির ধরণটা বদলাতে হবে। আগে এটা বুঝতে হবে যে টাকা দিয়ে সিনেমা তৈরি হয় না। তার জন‍্য দরকার গল্প। ৫০০ কোটি টাকা থাকলেই যা খুশি একটা বানিয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, “আমি একটা দিনের জন‍্যও হাত গুটিয়ে বসে থাকি না। সমানে কোনো না কোনো গল্প নিয়ে কাজ করছি। তবে কোনো বড় তারকার সঙ্গে অনেক দিন হয়ে গেল কোনো কাজ আমি করিনি। তারা যখন গুটখা বেচার কাজ থেকে সময় বের করে ভাল গল্পের প্রতি মনোনিবেশ করবে, তখন তারা এমনিতেই আমার কাছে আসবে।”

এর আগে বলিউড অভিনেতাদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রকাশ ঝা। ভারতীয় অভিনেতাদের সঙ্গে কাজ করতে করতে নাকি ঘেন্না ধরে গিয়েছে তাঁর। প্রকাশের দাবি, “ওরা অভিনয় কী সেটাই জানে না। একজন অভিনেতাও আমাকে শুটিংয়ের দিন, সময়, জায়গা এসব নিয়ে প্রশ্ন করেনি।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর