fbpx
টাইমলাইনবিনোদন

প্রেমিকের সাথে প্রেম দিবস কাটালেন ‘সাত ভাই চম্পা’ সিরিয়াল খ্যাত   প্রমিতা চক্রবর্তী

‘সাত ভাই চম্পা’ সিরিয়াল খ্যাত   প্রমিতা চক্রবর্তী নাকি প্রেম করছেন। একাধিক জনপ্রিয় সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করার সুবাদে তিনি সকলেরঙ্কাছেই চেনা মুখ।এর আগে বধু বরন নামক একটি সিরিয়ালের থেকে সে জনপ্রিয়তা লাভ করে। এর পরেই সে সাত ভাই চম্পা নামক সিরিয়ালে অভিনয় করেন। কিছুদিন আগে ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালটি শেষ হয়ে গেলেও পারুলকে ঠিক ভুলতে পারেনি তার ভক্তরা। খবর মিলেছে পারুল ও তার ফ্যানদের খুব ভালোবাসে।

কিন্তু কাজের ফাকে ‘ভালোবাসার দিন’ সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরাও ভোলেন না তাদের মনের মানুসের সাথে সময় কাটাতে। কাজের মধ্যে নিজেদের প্রানের মানুসের সাথে সময় কাটাতে ভোলেনি প্রমিতা।

আর ‘পারুল’ও তার ব্যতিক্রম নয়। সে ও নিজের প্রিয় মানুষের সঙ্গে ছবি পোস্ট করে নিজের প্রিয় ফ্যানদের প্রেমদিবসের জন্য শুভেচ্ছা জানিয়েছে। দেখা গেছে সুন্দর একটি লাল জামা পরে প্রেম দিবসে তার প্রেমিকের সাথে বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রমিতা। আর ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করার সাথে সাথে তা মুহুরতে ভাইরাল হয়ে পরে।

Back to top button
Close
Close