পরের জন্মে কি হতে চান প্রণব মুখার্জি? দিদি অন্নপূর্ণার কাছে নিজের ইচ্ছা জানিয়েছিলেন তিনি

Bangla Hunt Desk: প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee), ভারতরত্ন, তথা ভারতের (India) প্রাক্তন রাষ্ট্রপতি এই মহান ব্যক্তিত্ব আজ আর আমাদের মধ্যে নেই। গত ৩১ শে আগস্ট এই ইহোজগতের মায়া ত্যাগ করে মহাশূণ্যের পথে বিলীন হয়ে গেছেন। বর্তমান দিনে এই মহান নেতার বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে স্যোশাল মিডিয়ায়। তেমনই উঠে এসেছে কিছু অজানা স্মৃতি।

   

পরজন্মে কি হবেন প্রণবজি?
শোনা যায়, প্রণব মুখোপাধ্যায় যখন প্রথমবার রাজ্যসভার সদস্য হিসাবে দিল্লীতে পদার্পণ করেছিলেন, তখন তিনি সেখানে আজিম-ও-শানের অশ্বারোহী সৈন্যবাহিনী দেখে একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর ইচ্ছা ছিল, পরজন্মে ঘোড়া রূপে জন্ম গ্রহণ করে এই রাষ্ট্রপতি ভবনের ঘোড়া হিসাবে নিয়োজিত থাকবে। মজার ছলেই দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়কে তিনি একথা বলেছিলেন।

১৯৬৯ থেকে ১৯৭০ সালের কথা, তখন প্রণব মুখোপাধ্যায় রাজ্যসভার সদস্য হয়েছেন। সংসদ হওয়ায় সাউথ অ্যাভিনিউতে একটি নিজস্ব ফ্ল্যাটও পান তিনি। তাঁর সেই ফ্ল্যাট থেকেই রাষ্ট্রপতি ভবনের আস্তাবল এবং ঘোড়াগুলি দেখা যেত। একদিন তাঁর দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায় সেখানে ভ্রমণ করতে গেলে, ভাই বোন মিলে জানলার পাশ থেকে সেই ঘোড়া দেখছিলেন।
এমন সময় প্রণব মুখোপাধ্যায় তাঁর দিদিকে বললেন, তিনি পরজন্মে রাষ্ট্রপতির ঘোড়া হয়ে জন্মাতে চান। তখন দিদি বলেন, ‘ঘোড়া কেন, তুমি এজন্মেই রাষ্ট্রপতি হবে’। এই কথা শুনে প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, ‘তুমি একি কথা বললে দিদি’।

শোকের ছায়া গোটা গ্রামে
এই মহান নেতার মৃত্যুতে আজ বাংলার বীরভূম জেলার মিরিটি কীর্ণাহার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবছর দূর্গাপুজার সময় তিনি গ্রামের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে আনন্দে সময় কাটাতেন। সেইসঙ্গে দেখা করতেন দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর