যে আইন আনার জন্য ‘দাগ’ লেগেছিল প্রণব মুখার্জীর গায়ে, সেই আইনকে এবার শেষ করতে চলেছে মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বাতিল করা হল দ্বিতীয় ইউপিএ সরকারের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (nirmala sitharaman) বৃহস্পতিবার লোকসভায় ‘কর আইন (সংশোধনী) বিল ২০২১’ পেশ করে, কর আইনে বদল আনলেন।

প্রণব মুখোপাধ্যায়ের ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’ ২০১২ সালের সাধারণ বাজেট প্রস্তাবে পেশ করা হয়েছিল। এই নিয়ম অনুযায়ী, পুরনো লেনদেনের উপর বাণিজ্যিক সংস্থাগুলির জন্য কর দেওয়া বাধ্যতামূলক ছিল। আর সেই নিয়ম মেনে বিদেশের মাটিতে লেনদেনের উপর কর আদায় করতে গিয়ে, বাঁধার মুখে পড়তে হয়েছিল ভোডাফোন এবং কেয়ার্ন সংস্থাদের।

nirmala sitharaman

যার ফলে, হেগ-এর আন্তর্জাতিক মধ্যস্থতা ট্রাইবুনালে ভোডাফোন এবং কেয়ার্নের কাছেও হেরে যায় কেন্দ্র সরকার। মোদী জামানায় এমনটা হওয়ার পর, কর আইন সংশোধনের ইঙ্গিত দেওয়া হয়। তারপর থেকেই এই আইন সংশোধনের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ছিল, ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’ কর বিধি ভারতে জারী থাকলে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদেশের কাছে দেশের আকর্ষণ কমে যাবে। সেই কারণে সুবিধা মাফিক প্রণব মুখোপাধ্যায়ের ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’ বাতিল করে, নয়া বিল পেশ করা হয়’।

প্রণব মুখোপাধ্যায়ের জারী করা বিলের প্রায় ৯ বছর পর মোদী জামানায় এই বিল সংশোধন করা হল। প্রাক্তন রাষ্ট্রপতির পেশ করা বিল বাতিল করে, পেশ করা হল এক নতুন বিল। এবিষয়ে বৃহস্পতিবার কর (সংশোধনী) বিল পেশ করে নির্মলা সীতারামন জানান, ‘তথ্য-প্রযুক্তি আইন সংশোধনের প্রস্তাব রয়েছে বিলে। পাশাপাশি ভারতীয় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে ২০১২ সালের ২৮ শে মে-র রেট্রোস্পেকটিভ কর আদায়ের শর্তও বাতিল করা হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর