বিজেপির অবস্থাটা বুঝুন, শেষে আমাদের পরামর্শদাতার টেপ নিয়ে মাতামাতি করছে! তোপ ডেরেকের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে হাইভোল্টেজ চতুর্থ দফার নির্বাচন। আর এদিন সকালেই তৃণমূলের (TMC) ভোটকুশলী প্রশান্ত কিশররের একটি অডিয়ো বার্তা সামনে এনে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে গেরুয়া শিবির (BJP)। সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। তারই মাঝে প্রশান্ত কিশোরের ওই অডিয়ো টেপ এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রীয় বিন্দু হয়ে উঠেছে।

এদিন সকালে বিজপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) যে অডিয়ো ক্লিপ সামনে নিয়ে এসেছে, তাতে শোনা যাচ্ছে, ‘ক্লাব হাউস রুমে’ দিল্লির সাংবাদিকদের প্রশান্ত কিশোর (Prasant Kishore) বলছেন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা এবার বিজেপিকে সরকারে দেখতে চায়। তারপরই তৃণমূল পরামর্শ দাতার এই অডিয়ো টেপ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

https://twitter.com/PrashantKishor/status/1380747672248705031?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1380747672248705031%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fprashant-kishor-dared-the-bjp-to-release-the-full-transcript-of-the-chat-on-clubhouse%2F

তবে তৃণমূলের তরফে রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)  এই অডিয়ো টেপের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বিজেপি যে অডিয়ো টেপ প্রকাশ করেছে তা আংশিক। পূর্ণাঙ্গ টেপ প্রকাশ করুক। ১০০টা আসনের কম পাবে বিজেপি। তাঁর কথায়, ‘বিজেপির কি অবস্থা বুঝুন! তৃণমূলের পরামর্শদাতার অডিয়ো টেপ নিয়ে মাতামাতি করছে। বিজেপি মরিয়া হয়ে উঠেছে’, চলমান চতুর্থ দফার ভোটে গেরুয়া শিবির শূন্য বা ১-২ আসন পাবে বলেও দাবি করেন তিনি।

প্রশান্ত কিশোরকে ওই ভাইরাল অডিয়ো টেপে (Viral Audio) এও বলতে শোনা গিয়েছে যে, ‘দুই তৃতীয়াংশ বাম সমর্থকরাও বিজেপিকে চায়।’ এই অডিয়ো টেপের সত্যতা ভোটকুশলীও স্বীকার করে নিয়েছেন। তবে তিনিও জানিয়েছেন এই অডিয়ো আংশিক। তারপরই তিনি দাবি করেন, ‘বিজেপি ১০০-র গন্ডি পেরোতে পারবে না।

অন্যদিকে তৃণমূল মুখপাত্র ডেরেক দাবি করেন, বিজেপি যদি পূর্ণাঙ্গ প্রকাশ করে, তাহলে তৃণমূল ভবনে বসে তার জবাব দেব। এসবের পাশাপাশি তিনি এও বলেন, দুই দলবদলু প্রাক্তন মন্ত্রী হারছেন। টালিগঞ্জে হারছেন কেন্দ্রীয়মন্ত্রী অর্থাৎ বাবুল সুপ্রিয়।

সম্পর্কিত খবর