আমাকেও জেলে ঢোকানো হতে পারে! দুর্নীতি ইস্যুতে আশঙ্কা প্রকাশ TMC সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেস্ট সংক্রান্ত নিয়োগ দুর্নীতি এবং গরু ও কয়লা পাচার মামলায় জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আবার একই সঙ্গে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলা নিয়েও তোলপাড় বাংলা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) গলায় উঠে এলো ‘জেলে যাওয়ার’ প্রসঙ্গ। একইসঙ্গে ভারতীয় জনতা পার্টিকে (Bharatiya Janata Party) ‘অসভ্য দল’ বলেও কটাক্ষ ছুড়ে দেন তিনি।

   

উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে রয়েছেন। এছাড়াও আরো একাধিক নেতা-মন্ত্রীদের নাম ক্রমশ দুর্নীতি মামলায় জড়িয়ে চলেছে। আবার অপরদিকে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ বিশ্বাসের মতো মন্ত্রীদের নাম জড়িয়েছে সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ক্রমশ ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, সেই মুহূর্তে দলের হয়েই এদিন ব্যাট ধরলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলের তথা তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রসূনের গলায় যেমন ‘জেলে যাওয়ার’ প্রসঙ্গ উঠে এসেছে, ঠিক তেমনভাবে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নিজের দলের হয়ে ডিফেন্সও সামলালেন তিনি।

তৃণমূল কংগ্রেস সাংসদ এদিন বলেন, “কার কার নাম এসে চলেছে, কেন এবং কিভাবে আসছে, তা দেখে আমি ক্রমশ অবাক হয়ে পড়ছি। আমাকেও জেলে ঢোকাতে পারে। তবে আমি জেলে গেলে ফুটবল শেখাবো। যারা ফুটবল খেলতে পারে না, তাদেরকেও শিখিয়ে দেবো। কিন্তু প্রধান যে বিষয়টি উঠে আসছে তা হলো, বর্তমানে বাংলায় ঘটে চলা কর্মকাণ্ডের মূলে যারা রয়েছে, তারা অসভ্য দল। এদেরকে ভারতবর্ষ থেকে যদি তাড়ানো না যায়, তাহলে গোটা দেশ শেষ হয়ে যাবে।”

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের দুর্নীতি মামলায় জড়িয়ে পড়ার ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। এক্ষেত্রে তৃণমূলকে ‘দুর্নীতিবাজদের দল’ বলার পাশাপাশি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও ‘অপমানজনক’ মন্তব্য করেন বহু বিজেপি নেতা-মন্ত্রীরা। তাদের সকলকে কটাক্ষ করে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় আবার বিতর্কিত মন্তব্য করে বসেন। ‘বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানানো’-র মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি। এদিন সেই প্রসঙ্গ উঠে আসে প্রসূনবাবুর গলায়।

all india trinamool congress,Bharatiya Janata Party,prasun banerjee,sougata roy,west bengal

তিনি বলেন, “সৌগত রায় কখনোই এহেন কথাবার্তা বলেন না। তবে বর্তমানে বাংলায় যেভাবে নোংরামি হয়ে চলেছে, সেই জন্যই উনি বাধ্য হয়েছেন এসব কথা বলতে।” এরপর প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “সামনেই দিদির ডাকে মিটিং হতে চলেছে। সেখানে যোগ দেবো। বাংলায় যা হয় চলেছে, আমাদের সকলের উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ করা।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর