ভাঙছে ‘সোনাতিক’ জুটি, নাম না করেই সোনামণির উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রতীকের 

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের অন্যতম সুপার সুপারির জুটি হলেন প্রতীক সেনগুপ্ত এবং সোনামণি সাহা (Pratik-Sonamoni)। জনপ্রিয়তার দিক দিয়ে টলিউড সেলেবদের থেকে কোনো অংশে কম নন এই জুটি। টেলিভিশনের পর্দায় তাঁদের রসায়ন বরাবরই জমে ক্ষীর। স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’ এবং ‘এক্কা দোক্কা’-য় প্রধান নায়ক নায়িকার চরিত্রে জুটি বেঁধেছিলেন তাঁরা।

তীক-সোনামণির (Pratik-Sonamoni) বিচ্ছেদ

পর্দায় তাঁদের জুটি এতটাই হিট ছিল যে দর্শকরাও  ভাবতে শুরু করেছিলেন  ব্যক্তিগত জীবনেও সম্পর্কে রয়েছেন প্রতীক-সোনামণি (Pratik-Sonamoni)। একসাথে তাঁদের দুজনকে শেষবার দেখা গিয়েছিল এক্কা দোক্কা  সিরিয়ালে। পর্দায় রাধিকা এবং অনির্বাণের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। এই সিরিয়ালটি শেষ হওয়ার পর ইতিমধ্যেই অভিনয়ে ফিরেছেন দুজন। দুজনেই অভিনয় করছেন স্টার জলসার দুটি আলাদা ধারাবাহিকে।

   

এরই মধ্যে কিছুদিন ধরে কানাঘুঁষো শোনা যাচ্ছে, প্রতীক-সোনামণির (Pratik-Sonamoni) বন্ধুত্বে নাকি এবার চীড় ধরেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রতীক। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। অনেকেই মনে করছেন আসলে প্রতীক নাকি নাম না করেই সোনামণির উদ্দেশ্যে এই পোস্ট করেছেন। কিন্তু কি আছে সেই পোস্টে? পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে প্রতীক এদিন লিখেছেন, ‘যদি ভেসে যাই ওই নদী জলে, যদি অতলে ডুবে রই, তুমি যদি ফেরো ভাঙ্গা ঘরে, সেই ঘরেতে আমি কই’।

আরও পড়ুন : কেবিসি করে নিজেই কোটিপতি অমিতাভ! সিজন ১৬-র এপিসোড পিছু কত পারিশ্রমিক পান

অনুরাগীদের একাংশ সন্দেহ প্রকাশ করছেন আসলে বান্ধবী সোনামণির উদ্দেশ্যেই নাকি এমন ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন প্রতীক। একসময় যাদের প্রেমের গুঞ্জনে  মুখরিত ছিল স্টুডিও পাড়া, এখন তাঁদের মধ্যে এই শোনা যাচ্ছে ভাঙনের সুর। যদিও প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট  ছিলেন প্রতীক-সোনামণি দুজনেই।

Pratik

কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে পর্দার এই মোহর-শঙ্খ  জুটির মধ্যে বাস্তবে নাকি দূরত্ব বেড়েছে। যদিও অনুরাগীদের আশ্বস্ত করতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোনামণি জানিয়েছেন তাঁদের  মধ্যে নাকি এমন কিছুই হয়নি। তাই কিছুদিন আগেই যখন দুজনের নতুন ধারাবাহিক শুরু হয়েছিল তখন তাঁরা একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। তবে বেশ অনেকদিন হলো এই জুটিকে আর একসাথে দেখা যাচ্ছে না। তাহলে কি সত্যিই  প্রতীক-সোনামণির মধ্যে দূরত্ব বেড়েছে?নাকি এটা নিছক রটনা? তার উত্তর যদিও সময়ই দেবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর