মুসলিমরা পিছিয়ে শুধু ইসলাম ধর্মের জন্য, বলছে প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: বরিস জনসন,সদ্য নির্বাচিত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বরিস জনসনকে অনেকে মুসলিম বিদ্বেষী হিসেবেও চেনেন। বরিস জনসন এক সময় বলেছিলেন, মুসলিমদের কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে ইসলাম।

প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ‘গার্ডিয়ান’ এ এক লেখায় দাবি করেছিলেন, ‘মুসলিম বিশ্বে প্রযুক্তি ও সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে ধর্মীয় বাধানিষেধ হয়ে দাঁড়িয়েছে।’

বরিস জনসন গতবছর বোরখাকে ‘চিঠির বাক্স’ ও ‘ব্যাংক ডাকাতের’ সাথেও তুলনা করেন।

এখানেই শেষ নয়,বরিস জনসন বলেন,মুসলিমরা রোমের ভ্যাটিকানের সিসটাইন চ্যাপেলের সিলিংয়ে মাইকেলাঞ্জেলোর ষোড়শ শতকের শিল্পকর্মের সাথে তুলনা করলে মুসলিমরা কিছুই দিতে পারেনি।

বরিস জনসন এর সবকটি উদ্ধৃতি পরপর সাজালে বোঝা যায় যে বোরিস জনসন বেশ খানিকটা মুসলিম বিদ্ধেষী। কিন্তু তার প্রপিতামহ তুর্কি সাংবাদিক ও রাজনীতিবিদ আলি কোমল মুসলিম হওয়ায় বরিসকে মুসলিম বিদ্বেষী বলা হবে না।

সম্পর্কিত খবর