কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা! এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রান্তিক আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে। যা নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল খোদ দেশের রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) গলায়। তিনি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাই তাঁদের অভাব-অভিযোগ থেকে সুবিধা-অসুবিধা সবকিছু সম্পর্কেই খুব ভালোভাবে অবগত রাষ্ট্রপতি (Draupadi Murmu)।

বঞ্চিত আদিবাসীদের হয়ে সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)

প্রান্তিক এই ভারতবাসীদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পৌঁছানোর অন্যতম মূল কারণ হলো তাদের নিজস্ব জমি না থাকা। আসলে এখনও  আমাদের দেশের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মত বেশকিছু সরকারি প্রকল্প রয়েছে যেখানে আবেদনকারীর নিজস্ব জমি থাকা বাধ্যতামূলক।

তা না হলে প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। আর এই কারণেই এই সমস্ত সরকারি প্রকল্প থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই বিষয়ে এবার রীতিমতো আক্ষেপ করেই রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেছেন এই আদিবাসীদের নিজস্ব জমি নথিভুক্ত করার জন্য এবার রাজ্য সরকারকেই এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতির কথায়, ‘আমি নিজে আদিবাসী হওয়ার জন্য ওদের মানসিকতা এবং চিন্তাভাবনা বুঝি। ওদের সমস্যা, অভাব অভিযোগ বুঝি, ওদের শিক্ষা ব্যবস্থাও বুঝি। কেন্দ্র সরকার এই আদিবাসীদের মূলস্রোতে আনার একটা প্রক্রিয়া শুরু করেছে।’ সেই সাথে রাষ্ট্রপতির আরো সংযোজন, ‘আমি দেশের বিভিন্ন প্রান্তে অতি পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কথা বলছি। ওদের মধ্যে অনেকেই শিক্ষিত। দেখে ভালো লাগছে ওরা উন্নতি করতে চাইছে।’

আরও পড়ুন: খরা কাটিয়ে ২ বছর পর, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে বাংলা

সম্প্রতি উত্তরাখণ্ডের রাজভবনে আদিবাসীদের সঙ্গে আলাপচারিতার সময় রাষ্ট্রপতি বলেছেন, ‘জমির সমস্যাটা সর্বত্র। আদিবাসীদের কতটা জমি দেওয়া হবে, সব রাজ্য সেটার সীমা বেঁধে দিয়েছে। এখানে আপনারা ৫ একর জমি চাইছেন। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনাদের সমস্যার কথা শুনে, সেটা নিয়ে যেন তারা ভাবনা চিন্তা করে।’

Droupadi Murmu

এদিন রাষ্ট্রপতির মন্তব্য থেকে একটা কথা স্পষ্ট, তা হল জমিহীন আদিবাসীদের জন্য যত দ্রুতসম্ভব জমি পাওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ তা না হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা থেকে দিনের পর দিন তাঁরা বঞ্চিত থাকবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর