রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল,অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এরকম মন্তব্য করেন।

শেখ হাসিনা আরও বলেন সুন্দরবন রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে আত্মসমর্পণ করাব না দর্শকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা আবার বনের ক্ষতি না করতে পারে।

   

তিনি বলেন সভ্যতার বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষার দিকেও নজর দিতে হবে,নাগরিকদের কর্মস্থলে ও বাসস্থানের গাছ লাগাতে হবে এবং পরিবেশ রক্ষা করতে উদ্যোগ নিতে হবে।

সম্পর্কিত খবর