আপনার স্বপ্ন অধরাই থেকে যাবে! অবিজেপি জোট নিয়ে মমতাকে তুমুল কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : আবারও এক বিরোধী জোটের পরিকল্পনা। আবারও একবার বিজেপি বিরোধী শক্তিকে একসূত্রে বাঁধার প্রয়াস। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে আজই বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সম্ভাবনা রয়েছে কংগ্রেসের যোগ দেওয়ারও। কিন্তু মমতার এই আপ্রাণ প্রচেষ্ঠাকে একেবারে উড়িয়েই দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতের নেত্রী হিসেব তুলে ধারার চেষ্টা এর আগেও বহুবার করেছেন। গত ১০ বছর ধরেই এসব করে চলছেন তিনি। আজও একটা বৃথা চেষ্টা করতেই দিল্লি গিয়েছেন তিনি। শুভেন্দু দাবি করেন, এনডিএ-র প্রার্থীরা গত নির্বাচনে যত ভোটে জিতেছিলেন এবার তার থেকেও অনেক বেশি ভোটে জিতবেন। বৈঠকে যোগ না দিয়ে উত্তরপ্রদেশ, ওড়িশা ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীরা মমতাকে হতাশ করেছেন অনেক আগেই।

মমতার বৈঠকে কংগ্রেসের যোগ দিলেও উপস্থিত থাকছেন না সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী। করোনায় আক্রান্ত হয়ে সোনিয়া এখন হাসপাতালে। আর রাহুল ইডির অফিসে দরবার করছেন। এবিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতার এই বৈঠকটা এতটাই অপ্রাসঙ্গিক যে সোনিয়া, রাহুল বা প্রিয়ঙ্কা গান্ধী কেউই উপস্থিত নেই। কিছু ক্লার্ককে বৈঠকে পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। মমতার এই চেষ্টার ফল একরাশ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের ২২ জন বিজেপি বিরোধী নেতাকে বৈঠকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কানাঘুষো শোনা গেলেও শরদ পাওয়ার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে তিনি নেই। তবে মমতা তাঁকে এনিয়ে অনুরোধ করতে পারেন দলীয় সূত্রে খবর। তবে, বৈঠকের আগেই বেশ কিছুটা ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোটের প্রচেষ্টা। বৈঠকে থাকছে না আপ। জানা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই এই বিষয় নিয়ে তারা চিন্তাভাবনা করতে পারে। বৈঠকে আসছে না তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। অনুপস্থিত নবিন পট্টনায়কও। তারউপর, মমতা আমন্ত্রণ করেন নি এআইএমআইএম-কেও। তাই মমতার এই বিজেপি বিরোধী রণকৌশল কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর