মধ্যবিত্তের হেঁসেলে আগুন! মাসের প্রথম দিনই ৭৩.৫ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

বাংলাহান্ট ডেস্কঃ মাসের প্রথম দিনই উর্দ্ধমুখী এলপিজি সিলিন্ডারের দাম (lpg cylinder price)। নতুন মাসের শুরুতেই এক লাফে দাম বাড়ল ৭৩.৫ টাকা। তবে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লেও, রান্নার গ্যাসের দাম অপরিবর্তীতই থাকল।

তবে গত মাসে অর্থাৎ ১ লা জুলাই ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম থাকছে ৮৬১ টাকা। কলকাতার পাশাপাশি ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দিল্লীতে রয়েছে ৮৩৪.৫০ টাকা।

অন্যদিকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম মুম্বইতে রয়েছে ৮৩৪.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৫০ টাকা। প্রতি মাসের ১ তারিখেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস বৃদ্ধি করে। গত জুলাইয়ের পর আগস্টের শুরুতেও বাড়ল রান্নার গ্যাসের দাম। দিল্লীতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৬২৩ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর