পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি ভাঙল সমস্ত রেকর্ড, সবজির পর ডালের দামে নাকাল পাকিস্তানিরা !

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধি পাকিস্তানের (Pakistan) জনতার কোমর ভেঙে দিয়েছে। সবজির পর এবার ডালের দামও আকাশ ছুঁচ্ছে। পাকিস্তানের পত্রিকা ডন অনুযায়ী, মুগ সমেত অনেক ডালের দামই এখন পর্যন্ত সর্বাধিক উচ্চতায় পৌঁছে গেছে।

রিটেল মার্কেটে মুগ দাল ২৬০ টাকা প্রতি কিলো হয়েছে। আরেকদিকে, চিনির দাম বেড়ে ৭৫ টাকা প্রতি কেজি হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধি রেকর্ড স্তরে পৌঁছে গেছে। কনজিউমার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে ১২.৭ শতাংশ হয়ে গেছে। এটা বিগত ৯ বছরে সর্বাধিক।

পাকিস্তানের বড় হোলসেল মার্কেট ডান্ডিয়া বাজারের ব্যাবসায়িরা ডন নিউজকে জানায় যে, এক মাস আগে ডালের দাম ১৭০ থেকে ১৮৫ টাকা কিজি ছিল, সেটা ডিসেম্বরে বেড়ে প্রায় ২৬০ টাকা কেজি হয়ে গেছে। ব্যাবসায়িরা জানান, পাঞ্জাব প্রান্তে ৪০ কেজি ডালের দাম ৬ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে এখন সর্বাধিক ৭ হাজার ৫০০ টাকা হয়ে গেছে।

করাচী হোলসেলার্স গ্রোসার্স অ্যাসোসিয়েশান এর হেড আনিস মজিদ বলেন, মুগ সমেত অনেক ডালই থাইল্যান্ড আর মায়ানমার থেকে আনা হয়। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারেও দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই কারণে ঘরোয়া বাজারে দাম বাড়ছে।

পাকিস্তানে ডাল ছাড়াও অনেক সবজির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে এখন এক কেজি টমেটো ৪২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানে আগামী ১২ মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির দর বেড়ে ১৫ শতাংশ হবে বলে জানা যাচ্ছে। ২০১৯ এর আর্থিক বছরে ৭.৩ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধির দরের অনুমান করা হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর