এক জায়গায় থমকে রয়েছে সোনার দাম, কিন্তু বাড়ছে রূপোর দাম

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে একই রয়েছে সোনার (Gold) দাম, তবে কিন্তু বেড়েছে রূপোর (Silver) দাম। লকডাউনের মধ্যে বেচা কেনা বন্ধ থাকলেও, দাম কিন্তু কমছে না সোনা রূপোর। ক্রমাগত উর্দ্ধমুখী এই দামের গতি। গৃহবন্দি দশাতেও মুখে হাসি ফুটছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাথায় হাত ক্রেতাদের।

করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের চতুর্থ ধাপে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

goldjewellery 16af7cb54fa large

২২ ক্যারেট সোনার দাম
কলকাতায় (Kolkata) ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০ গ্রামের দাম ৪৬০১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬০১ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৮০১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৮০১ টাকা।

close up various silver jewelry items silver jewelry 140519986

রূপোর দাম
সোনার দামের বৃদ্ধি না পেলেও, আজও বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৭.৯০ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৭.৯১ টাকা।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর