ক্রমাগত বাড়ছে সোনা রূপোর দাম, সেই সঙ্গে সামিল হচ্ছে পেট্রোল ডিজেলও

বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার দাম বাড়তে শুরু করল সোনা (Gold) রূপোর (Silver)। সঙ্গে বহাল থাকল পেট্রোল, ডিজেলের দাম। গৃহবন্দি দশাতেও দামের বেশ উত্থান পতন ঘটতে দেখা যাচ্ছে। কিনতে না পারলেও উর্দ্ধগামী দামের পাহাড় দেখে চিন্তিত শহরবাসী। উল্টোদিকে হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।

করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের মধ্যে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

69128 gold 28 10 16

২২ ক্যারেট সোনার দাম
কলকাতায় (Kolkata) গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৫৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৫৬০টাকা। এই দাম আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৫৬১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৬১ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
গতকাল শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭১০০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৭১০ টাকা। এই দাম আজকে বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৭১১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১১ টাকা।

ladies designer silver payal 500x500 1রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৭.৪৪ টাকা। আজ এই দাম সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭.৪৫ টাকা।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
বেশ কিছু দিন পর সোমবার সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম আগে ছিল লিটার প্রতি ৭৩.৮৯ টাকা। এখন বেড়ে হয়েছে ৭৪.৪৬ টাকা। ডিজেলের লিটার প্রতি আগে ছিল ৬৬.১৭ টাকা। বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৭১ টাকা। রান্নার গ্যাসের দাম আগে ছিল ৫৮৪.৫০ টাকা, বেড়ে হয়েছে ৬১৬ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর