‘স্কুলের দিদিমণি চোর’ পোস্টার হাতে ক্ষুদে পড়ুয়ারা, স্কুলের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

 

বাবলু প্রামাণিক রায়দিঘী:

রায়দিঘীর কনককণদিঘী পূর্ব জটায় গীর্জাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়া ও স্কুলের জিনিস পত্র নেওয়ার অভিযোগে স্কুলে তালা ঝোলালো স্থানীয় জণগণরা। বিক্ষোভে সামিল স্কুলের পড়ুয়ারা। তাদের হাতে ছিল দিদিমণি চোর লেখা পোস্টার। এই দাবিতে দীর্ঘক্ষণ রায়দিঘী মাঝেরখেয়া রোড অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা।

স্কুলের পুকুর থেকে মাছ চুরি করে নেওয়া। শৌচালয়ে জল না থাকার অভিযোগে। রান্নায় নিম্নমানের খাদ‍্যসামগ্রী ব‍্যবহার, সঠিক সময়ে স্কুলে না আসা প্রভৃতি অভিযোগ নিয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দিলেও এখনও পর্যন্ত কোনো ব‍্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অভিভাবকদের আরও অভিযোগ অভিভাবকরা স্কুলে অভিযোগ জানাতে গেলে রান্নী সামীরণ বিবি এ ব‍্যাপারে মথুরাপুর ২ নং বিডিও রেজুয়ান আহমেদ জানান যে একটি অভিযোগ এসেছে ব‍্যাপারটি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিপ্রা মিদ‍্যে ঘটনা অস্বীকার করেছেন। তিনি জানান আগে কি হয়েছে তা তিনি জানেন না। তিনি নতুন দায়িত্ব নিয়েছেন।


প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধের পর রায়দিঘী থানার পুলিশ সহ সহকারী বিডিও ঘটনাস্থলে পৌছায়। তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এব‍্যাপারে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের আশ্বাস ও দেন তিনি।

সম্পর্কিত খবর