২৬ শে মার্চ বাংলাদেশ যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী, নিমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ২০২১ সালের ২৬ শে মার্চ প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশের (Bangladesh) ৫০ বছর পূর্তি স্বাধীনতা দিবস (Independence Day)। ওই দিন বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বন্ধু দেশের ৫০ বছর পূর্তি স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ শে মার্চ বাংলাদেশ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

   

সম্প্রতি করোনা আবহের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যেতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। তবে এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতা দিবস
দেশের স্বাধীনতা প্রাপ্তির আন্দোলনের শরিক হয়ে ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্য রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী সেনারা গ্রেপ্তার করে। তবে ২৬শে মার্চের প্রথম প্রহরেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। এরপর থেকেই বাংলাদেশবাসীর কাছে ওই দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বৈঠক হয় দুই দেশের উচ্চ পদস্থ কর্তাদের মধ্যে
ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের রবিবার একটি বৈঠক হয়। বৈঠক শেষে আবদুল মোমেন বলেন, ‘আমাদের জয় মানে ভারতেও জয়। তাই আমরা চাই দুই দেশ একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করি। বৈঠকে দুই দেশের মধ্যেকার যে সকল প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি তা নিয়েও আমরা আলচনা করি। পাশাপাশি সীমান্ত উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে’।

মোদী হাসিনার বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আগামী ১৬ ই ডিসেম্বর কিংবা ১৭ ই ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠক হবার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এই আলোচনা সৌজন্য মূলক আলোচনা হতে পারে বলেও জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর