স্বাস্থ্য বাজেট ডবল, ১৫টি নতুন AIIMS, চিকিৎসক দিবসে বললেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ গত দেড় বছর ধরে করোনার বিরুদ্ধে লাগাতার সামনেথেকে লড়াই করে আসছেন চিকিৎসকরা। এমনকি এই লড়াইয়ে জীবনও হারিয়েছেন অনেকে। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াই থেমে থাকেনি। প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন চিকিৎসকরা। সাদা অ্যাপ্রোণ তাদের যুদ্ধ পোশাক। স্টেথোস্কোপ তাদের অস্ত্র। আর তাই নিয়ে গত দেড় বছর ধরে চলছে লড়াই। তাই আজ চিকিৎসক দিবসে (Doctors Day) দেশের সমস্ত চিকিৎসকদের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এর আগেই পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনে রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করে চিকিৎসকের সম্মান জানিয়েছে। এবার প্রধানমন্ত্রী মোদীও একইভাবে সম্মাননা জ্ঞাপন করলেন চিকিৎসকদের প্রতি। গত দেড় বছর ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, “১৩০ কোটি দেশবাসীর পক্ষ থেকে আমি সমস্ত চিকিৎসক-চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আজ, যখন গোটা দেশ মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে, তখন আমাদের চিকিৎসকরা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। অনেকেই এই লড়াইয়ে প্রাণ ত্যাগ করেছেন, তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধার্ঘ্য। এমনি এমনি চিকিৎসকদের ভগবানের আরেক অবতার বলা হয় না।”

এদিন তিনি আরও বলেন, সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের অন্যান্য অনেক উন্নত দেশের তুলনায় ভারতের মৃত্যু হার অনেক কম। তার কারণ আমাদের চিকিৎসকরা। তাদের পরিশ্রমেই ভারতের পক্ষে এই মানদন্ড ছুঁতে পারা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জানান, গত কয়েক দশকে চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতির জন্য সেরকম ভাবে কাজ হয়নি। সেই কারণে দেশের অনেক অংশে পরিকাঠামো বেহাল।

সাথে সাথে তিনি এও জানান, এনডিএ সরকার এবছর বাজেটের প্রায় দ্বিগুণ টাকা খরচ করেছে চিকিৎসা পরিকাঠামোর জন্য, যার অংক প্রায় দু লক্ষ কোটি টাকা। সাথে সাথেই এদিন চিকিৎসা পরিকাঠামোর উন্নতির স্বার্থে ৫০ হাজার কোটি টাকার ঋণ দানের কথাও ঘোষণা করেন তিনি। তিনি জানান, পঞ্চাশ হাজার কোটি টাকার এই ক্রেডিট গ্যারান্টি স্কিম-এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নতি সাধন করবে সরকার।

এছাড়া শিশুদের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির ক্ষেত্রেও ২২ হাজার কোটি টাকার প্রকল্পের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশের চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও বলেন, “করোনা ভাইরাস যেভাবে বারবার রূপ বদলাচ্ছে এবং নতুন স্ট্রেনের উদ্ভব ঘটছে দেশের চিকিৎসকরা প্রত্যেক ক্ষেত্রে প্রটোকল তৈরিতে ধারাবাহিক ভাবে সাহায্য করে আসছেন। তাদের অভিজ্ঞতা এবং জ্ঞানই আমাদের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর