ষষ্ঠীতেই বাঙালি সাজে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীকে, ধুতি পাঞ্জাবি পরে জানাবেন শুভেচ্ছা

বাংলাহান্ট ডেস্কঃ উমা এসেছেন মর্তে, দিকে দিকে চলছে তারই প্রস্তুতি। এই সন্ধিক্ষণে পঞ্চমীর রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) বাংলার মানুষকে ষষ্ঠীর শুভেচ্ছা জানানোর আগাম বার্তা দিলেন। বাংলায় লিখেই করলেন ষষ্ঠীতে শুভেচ্ছা জানাবার আগাম ট্যুইট।

   

সল্টলেকের EZCC-তে ভার্চুয়াল মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১২ টায় দূর্গা পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে পঞ্চমীতেই সেই বার্তা রীতিমত বাংলায় লিখে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘আগামী কাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামী কাল দুপুর ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব। সঙ্গে থাকবেন’।

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভে’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি’।

জানা গিয়েছে ষষ্ঠীর সকালে ধুতি পাঞ্জাবী পড়ে নিজের বাসভবনে মাতৃবন্দনা করে সেখান থেকেই পুজো উদ্বোধনে ভার্চুয়ালী যোগ দেবেন প্রধানমন্ত্রী। অন‍্যদিকে সেজে উঠছেও সল্টলেকের EZCC-ও। এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে বিজেপি মহিলা মোর্চা। সেখানে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাবুল সুপ্রিয় এবং নৃত্য পরিচিলনায় থাকছেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

প্রধানমন্ত্রী মোদী এদিন ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনে অংশগ্রহণের পাশাপাশি জাতীর উদ্দেশ্যে ভাষণও দেবেন। সমস্ত অনুষ্ঠান স্যোশাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের দায়িত্ব রয়েছে বিজেপি। এই অনুষ্ঠান বাংলার প্রায় ৭৪ হাজার বুথে সম্প্রচার করা হবে। বিজেপির সহ সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সব্যসাচী দত্ত সকলে মিলে এই অনুস্তানের তদারকি করছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর