বেসরকারি সংস্থার হাতে বাংলার ১১টি রুটের ট্রেন! দেখুন ১১টি রুটের তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ  বেসরকারি সংস্থার হাত ধরে  এবার বাংলায় ১১টি রুটে চলবে ট্রেন। ২০১৯-এ প্রথম বেসরকারি সংস্থার হাত ধরে তেজস এক্সপ্রেস চলেছিল। এবং বলা বাহুল্য, পূর্ণ সফলতাও পেয়েছিল সেবার। এবার বাংলায় মোট ১১টি রুটে চলবে ট্রেন, যা বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে থাকবে।

ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব, কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের অ্যাজেন্ডা মেনে প্রাইভেট ট্রেন ফ্যাগ অফ করার পরেই একটি প্যানেল তৈরি করে দেন রেলমন্ত্রী পিযূষ গোয়েল।  বেসরকারি সংস্থা যে ১১টি রুটে ট্রেন চালানোর অনুমোদন পেরেছে, সেগুলি হল

  • টাটানগর থেকে শালিমার দৈনিক
  • শালিমার থেকে পুণে সাপ্তাহিক
  • হাওড়া থেকে চেন্নাই দৈনিক
  • শালিমার থেকে টিসিটিবি দৈনিক
  • হাতিয়া থেকে টিসিটিবি সাপ্তাহিক
  • পুরী থেকে শালিমার সপ্তাহে তিনদিন
  • নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সাপ্তাহিক
  • হাওড়া থেকে আনন্দ বিহার দৈনিক
  • হাওড়া থেকে পাটনা দৈনিক
  • হাওড়া থেকে মালদা টাউন দৈনিক
  • শিয়ালদহ থেকে গুয়াহাটি সপ্তাহে দু-দিন

বেসরকারি এই ট্রেনগুলির ক্ষেত্রে বেশ কিছু শর্তও রাখা হয়েছে রেলের তরফে। প্রথম গুরুত্বপূর্ণ শর্ত হল,কোনও ট্রেন ১৫ মিনিটের বেশি দেরি করা চলবে না। ১৫ মিনিটের বেশি দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে, কারণ বেশিরভাগ সময়েই ট্রেন লেট করার অভিযোগ ওঠে যাত্রীদের তরফে। এ সমস্ত ট্রেনগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। অন্যান্য ইনস্যুরেন্সও থাকবে বলে রেল সূত্রের খবর।

 

সম্পর্কিত খবর