দক্ষিণ ভারতীয়দের ‘অপমান’ করা হত বলিউড ছবিতে, অভিযোগ ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত প্রিয়মণির

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (south film industry) আকাশে নতুন সূর্য। ভারতীয় চলচ্চিত্র জগতে দক্ষিণ ভারতীয় সিনেমাকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে এখন। বলা ভাল, এতকাল রাজত্ব করে আসা বলিউড (bollywood) কিন্তু অনেকটাই পিছু হটেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপটে। এবার অভিনেত্রী প্রিয়মণি (priyamani) মুখ খুললেন হিন্দি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে।

   

মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বলিউডেও টুকটাক কাজ করেছেন প্রিয়মণি। তাঁর অভিযোগ, আগে বলিউডি ছবিতে কোনো দক্ষিণ ভারতীয় চরিত্র থাকলে তাকে এমন ভাবে দেখানো হত যে ঠিক করে হিন্দি বলতে পারে না। বা বললেও হাস‍্যকর ভাবে বলে। প্রিয়মণি দাবি করেন, শ্রীদেবী, রেখার মতো অভিনেত্রীদের সময়েও বলিউড ছবিতে দক্ষিণ ভারতীয়দের ঠিক ভাবে দেখানোই হয়নি।


সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রিয়মণি জানান যে তিনি খুশি, শেষমেষ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভারা যোগ‍্য মূল‍্য পাচ্ছে। কারণ আগে শ্রীদেবী, রেখা, হেমা মালিনী বা বৈজয়ন্তীমালার মতো অভিনেত্রীরাই রাজ করতেন বলিউডে। হিন্দিভাষী অভিনেতারাই দক্ষিণীদের অভিনয় করে দেখাতেন। আর দেখানো হত তাদের হাস‍্যকর হিন্দি বলার ধরন।

প্রিয়মণির কথায়, “দক্ষিণ ভারতীয়রা ওভাবে হিন্দি বলেন না। কিন্তু আমি ভাবতাম হয়তো বলিউড এভাবেই বিষয়টাকে দেখায়। তবে একটা সময় তারা এটাকে বন্ধ করে দক্ষিণ ভারত থেকে প্রযুক্তিবিদদের নিয়ে আসে। তারপর থেকে অনেক দক্ষিণ ভারতীয় টেকনিশিয়ানরা বলিউডে কাজ করছেন। আমি খুশি যে দক্ষিণ ভারতীয়দের প্রতিভা প্রশংসিত হচ্ছে। অভিনেতারা মূল‍্য পাচ্ছে।”

প্রসঙ্গত, তামিল, তেলুগু, কন্নড় ছবির জনপ্রিয় মুখ প্রিয়মণি। বলিউডে তাঁকে প্রথম দেখা যায় শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’এ। আইটেম সং ‘ওয়ান টু থ্রি ফোর’এ কিং খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ‍্য ফ‍্যামিলি ম‍্যান’ এর দুটো সিজনেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়মণি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর