অসম ও বিহারের বন‍্যাত্রাণে অনুদান দিলেন প্রিয়াঙ্কা-নিক

বাংলাহান্ট ডেস্ক: অসম (Assam) ও বিহারের (Bihar) বন‍্যাত্রাণে অনুদান দিয়ে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra) ও নিক জোনাস (nick jonas)। ২০১৬ সালে অসম পর্যটনের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এর আগে অসমের বন‍্যা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পিগি চপসকে।
সোমবার রাতেই টুইট করে অসমের বন‍্যা ত্রাণে সাহায‍্যের হাত বাড়ানোর জন‍্য অনুরাগীদের অনুরোধ করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ‘বিশ্বব‍্যাপী মহামারির মধ‍্যে ভারতের রাজ‍্য অসমের ওপর আরও এক বিপর্যয় নেমে এসেছে। ভারী বৃষ্টিপাতের জন‍্য ভয়ানক বন‍্যার পরিস্থিতি হয়েছে সেখানে। লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বাড়িঘর, সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণের আন্দাজ করাও কঠিন। বিশ্বের অন‍্যতম অভয়ারণ‍্য কাজিরাঙ্গা ন‍্যাশনাল পার্কও বন‍্যা কবলিত।’


প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘আমাদের সাহায‍্যের দরকার ওদের। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের তথ‍্য দিচ্ছি আমি যারা অসমে খুবই ভাল কাজ করছে। আমি ও নিক দুজনেই ত্রাণে অনুদান দিয়েছি। আমরা ওদের সাহায‍্য করলে ওরা দুর্গতদের সাহায‍্য করতে পারবে।’
ভারী বর্ষার কারনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমে। ব্রহ্মপুত্রের বাড়তে থাকা জলে ভেসে গিয়েছে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, বক্সা, বারপেতা, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ, তিনসুকিয়া, ডিব্রুগড় সহ বিস্তীর্ণ অঞ্চল।

বিহারের মেয়ে প্রিয়াঙ্কা সাহায‍্যের হাত বাড়িয়েছেন বিহারের বন‍্যা ত্রাণেও। টুইটে তিনি লেখেন, ‘ভারী বর্ষার কারনে ভারতের ভারতের বহু রাজ‍্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জন্মভূমি বিহারেও অত‍্যধিক বৃষ্টিপাতের জন‍্য বন‍্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অসমের মতোই বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে বাড়িছাড়াও হয়েছেন। আমাদের সাহায‍্য দরকার তাদের। ইতিমধ‍্যেই আমি ও নিক কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিয়েছি যারা সেখানে সক্রিয় ভাবে বন‍্যা ত্রাণে সাহায‍্য করছে। এবার আপনাদের পালা।’

প্রসঙ্গত, এই মুহূর্তে স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। রাজকুমার রাওয়ের বিপরীতে নেটফ্লিক্সের ‘দ‍্য হোয়াইট টাইগার’এ দেখা যাবে তাঁকে। এছাড়াও প্রিয়াঙ্কা অভিনয় করবেন ‘উই ক‍্যান বি হিরোজ’ ছবিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর