অপুষ্টিতে আক্রান্ত শিশুদের করোনা থেকে বাঁচাতে ইউনিসেফের সঙ্গে হাত মেলালেন প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) মোকাবিলায় ফের একবার সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। করোনার থাবা থেকে দরিদ্র ও অপুষ্টিতে আক্রান্ত শিশুদের রক্ষার জন‍্য ইউনিসেফ (unicef) ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের (Greta thunberg) সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। এর আগে বেশ কয়েকবার করোনার সঙ্গে যুদ্ধে অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা।


সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি আবেদন রেখেছেন অভিনেত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘সারা বিশ্বে অপুষ্টির শিকার বাচ্চাদের ওপর করোনার প্রভাব সত‍্যিই খুব কষ্টদায়ক। তারা এখন খাবারের অভাব, স্বাস্থ‍্য ব‍্যবস্থার দূরবস্থা, গার্হস্থ‍্য হিংসা ও ত্রুটিপূর্ণ শিক্ষাব‍্যবস্থার মধ‍্যে দিয়ে জীবন কাটাচ্ছে। আমাদের তাদের সাহায‍্য করতে হবে। এটা আমাদেরই করতে হবে।’
একটি লিঙ্ক শেয়ার করে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে যোগ দিন। এই লিঙ্কে অনুদান দিয়ে সাহায‍্য করুন।’ সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ইউনিসেফের সঙ্গে এই উদ‍্যোগে যুক্ত হয়েছেন পিগি চপস।

করোনা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায‍্য দান করেছেন প্রিয়াঙ্কা। তাঁর এই অনুদানে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইট বার্তায় প্রিয়াঙ্কাকে ধন‍্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘কোনও ব‍্যক্তি বা কোনও সংস্থা, প্রফেশনালস বা কোনও তারকা সকলেই ভারতের সুন্দর ভবিষ‍্যতের স্বার্থে এগিয়ে আসছেন। পিএম কেয়ারস ফান্ডে যোগ দেওয়ার জন‍্য প্রিয়াঙ্কা চোপড়াকে অশেষ ধন‍্যবাদ।’
মোদীর এই টুইটের উত্তরে প্রিয়াঙ্কাও পাল্টা প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন‍্যবাদ শ্রী নরেন্দ্র মোদী। একত্রে আমরা সত‍্যিই বলীয়ান। যারাই এই মহৎ কাজে এগিয়ে এসেছেন তাদের সকলকে ধন‍্যবাদ।’
শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ও নিক ১৫টি সংগঠনের কর্মী ও শ্রমিকদের দৈনিক বেতনের ব‍্যবস্থা করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় নানা ভাবে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সেলেব দম্পতি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর