বাংলাহান্ট ডেস্ক : বলিউড যে কজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না সুন্দরী অভিনেত্রীদের পেয়েছে তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি। আন্তর্জাতিক সৌন্দর্যের মঞ্চে স্বীকৃতি পাওয়ার পর অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। সমগ্র বিশ্বের তাবড় সুন্দরীদের হারিয়ে খেতাব জয় করেছিলেন তিনি। অথচ প্রিয়াঙ্কার (Priyanka Chopra) বাবা মা নাকি ধরেই নিয়েছিলেন যে তাঁদের মেয়ে জিততে পারবেন না প্রতিযোগিতায়।
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) প্রশংসায় পঞ্চমুখ মা মধু
সম্প্রতি একটি টক শোতে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) মিস ওয়ার্ল্ড জেতার সফরের কথা তুলে ধরেন তাঁর মা মধু চোপড়া। সে সময় প্রিয়াঙ্কার (Priyanka Chopra) বয়স ছিল মাত্র ১৮ বছর। মেয়ের প্রশংসা করে মধু বলেন, ‘ওর খুব দৃঢ়তা এবং আত্মবিশ্বাস ছিল। খুব পরিশ্রম করতে দেখেছি ওকে। তার আগে কখনো স্টিলেটো পরেনি ও। সেই প্রথম বার স্টিলেটো পরে রাতে ফ্যাশন টিভি দেখে ও হাঁটা প্র্যাকটিস করত, যাতে ট্রেনিংয়ে ভালো করতে পারে। ও খুব পরিশ্রমী’।
প্রিয়াঙ্কা জিতবেন ভাবতে পারেননি: মিস ওয়ার্ল্ড এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। মধু জানান, ওটাই ছিল তাঁদের প্রথম বিদেশ সফর। কিন্তু তাঁরা নিশ্চিত ছিলেন যে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) জিততে পারবেন না। কারণ তার আগের বছরেই মিস ইন্ডিয়া জিতেছিল মিস ওয়ার্ল্ডের খেতাব। পরপর দু বছর হওয়া সম্ভব নয়। তাই তাঁরা ভেবেছিলেন প্রিয়াঙ্কা জিততে পারবেন না। কিন্তু তাঁর যাতে মন খারাপ না হয় তাই পরিবারের চারজনে মিলে ইউরোপ এবং আমেরিকা ঘোরার টিকিট বুক করে নিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন : ‘খুব কষ্ট, হয় আমাকে মরে যেতে হবে নয়তো…’ অশান্তির বাংলাদেশে কেমন আছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু?
কী প্ল্যান করেছিলেন তাঁরা: মধু জানান, মেয়েকে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর বাবা। জিততে না পারলে মন খারাপ করবেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। তাই ওই ট্রিপের প্ল্যান। কিন্তু সবাইকে চমকে দিয়ে মিস ওয়ার্ল্ডের শিরোপা ওঠে প্রিয়াঙ্কার মাথায়। ফলত ট্রিপেও কাটছাঁট করতে হয়েছিল তাঁদের।
আরও পড়ুন : সলমনের জন্য কেরিয়ারে লাল বাতি, ১২০০ কোটির সম্পত্তিতে ভাইজানকেও টেক্কা বিবেকের! কীভাবে?
সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। তার প্রথম ছবি ছিল তামিল ইন্ডাস্ট্রিতে। তারপর বলিউডে অভিষেক হয় তাঁর। ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবির হাত ধরে ডেবিউ করেন প্রিয়াঙ্কা।