” প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ ” স্লোগান উঠলো কংগ্রেসের সভায়, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক :আবারও ভুল। কেন্দ্রীয় রাজনীতিতে যেন একের পর এক নাটক চলছেই। প্রথমে এক বিজেপি নেতার ভুল মন্তব্য ঘিরে ব্য়াপক সমালচনা শুরু হয়েছি। এবার সেই তালিকায় নাম জুড়ল কংগ্রেস। রবিবার কংগ্রেসের সভায় উঠল প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ।
হ্য়াঁ ঠিক এমন কাণ্ডই তো ঘটেছে। প্রিয়াঙ্কা গান্ধীকে ভুল করে প্রিয়াঙ্কা চোপড়া বলে উঠল স্লোগান। ব্যাস, সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি ঘিরে ইতিমধ্য়েই ট্রোলের ঝড় উঠল। আসলে, রবিবার দিল্লীতে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমাার আচমকাই উত্সাহের বশে ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ।

তখন সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রধান সুভাষ চোপড়া। সুরেন্দ্র কুমারের স্লোগের জেরে কার্যত চমকেও ওঠেন তিনি। এবং অস্বস্তিতে পড়ে যান সুভাষ সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অমনি শুরু হয় ট্রোলিং।

অনেকেই ভিডিও দেখে তীর্য়ক মন্তব্যে ভরে যায় কেমন্ট বক্স। অনেকেই প্রিয়াঙ্কা চোপড়া দলে যোগ দিচ্ছেন কি না সেই বিষয়ে প্রশ্ও তোলেন।উল্লেখ্য, কয়েকমাস আগেই এক সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জন্মদিনে মোদিজী অমর রহে বলে স্লোগান তোলেন। এরপর সেই মন্তব্য ঘিরেও কম কিছু হয়নি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলতি বছরের শুরুতেই পূর্ব উত্তর প্রদেশের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়.াঙ্কা গান্ধীকে। যদিও দলের হার ফেরানোর জন্য নেওয়া হয়েছিল কিন্তু তাতেও যে খুব একটা সুরাহা হয়েছে এমনটাও নয়। তবে প্রিয়াঙ্কা গান্ধীকে দলে নিয়ে আর যাই হোক দলীয় সংগঠন যে শক্তপোক্ত হয়েছে তা হলাই য়ায।

সম্পর্কিত খবর