বৃষ্টির মাঝেও ছুটি নেই, ছাতা মাথায় দিয়েই ভবানীপুরে প্রচার করলেন প্রিয়াঙ্কা-ফিরহাদ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) চলছে মুখ্যমন্ত্রীর আসন বাঁচানোর লড়াই। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে উপনির্বাচন। তবে তাঁরই আগে নিম্নচাপের জেরে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন বাংলার হেভিওয়েটরা। একদিকে গতকালই ছোট ভাইকে হারিয়ে শোক ভুলে প্রচারের মাঠে নেমেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

   

শুরু হয়ে প্রবল নিম্নচাপ। আর মঙ্গলবার ভারী বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বললেন, ‘যদি ৭০ শতাংশ ভোট ঠিকঠাক পড়ে, তাহলে আমিই জিতব’।

অন্যদিকে, সকাল ৯ টা নাগাদ ১০ নম্বর গোবিন্দ আড্ডি রোড থেকে সবজি বাগান পর্যন্ত মুখ্যমন্ত্রীর হয়ে মিছিলে অংশ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে সরু গলি থেকে শুরু করে, মানুষের মানুষের বাড়ি বাড়ি গিয়ে, বাচ্চাদের কোলে নিয়ে, চকোলেট দিয়ে খোঁজ নিলেন মানুষের সুবিধা অসুবিধার।

তিনি বলেন, ‘এই ঝমঝম করে বৃষ্টি মাথায় নিয়েও মানুষ সাড়া দিচ্ছেন, বেরিয়ে আসছেন। তাঁরা জানালেন, চিন্তা নেই, মুখ্যমন্ত্রীকেই তাঁরা ভোট দেবেন। আবার অনেকে বলছেন, বৃষ্টিতে ভেজার দরকার নেই, আপনারা বাড়ি যান, আমরা ভোট ঠিক দিয়ে দেব’।

আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর সহ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে রয়েছে উপনির্বাচন। সেই লক্ষ্যে জোরকদমে চলছে প্রচারকার্য। ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ রা অক্টোবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর