প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে কীর্তনে বাধা পুলিশের, উত্তাপ ছড়াল ভবানীপুরে

বাংলা হান্ট ডেস্কঃ  আর হাতে মাত্র ১৪ দিন, তারপরেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। শাসক থেকে বিরোধী সবাই নিজের মতো করে ভোটারদের নিজেদের কাছে টানতে মরিয়া হয়ে উঠেছে। চলছে বাড়ি-বাড়ি প্রচার। একদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যেমন প্রায় পুরো মন্ত্রীসভা লেগে পড়েছে, তেমনই হেভিওয়েট বিজেপি নেতাদের নিয়ে প্রচার চালাচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

   

রাস্তা-ঘাট, বাজার সর্বত্রই ঘুরে ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আর এরই মধ্যে মঙ্গলবার সকালে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। বিজেপির প্রার্থী কীর্তন করতে করতে প্রচারে বেরিয়েছিলেন। আর তখনই পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

অন্যদিকে, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঘিরে তৃণমূলে কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখানোর ঘটনাও সামনে এসেছে। জানা গিয়েছে যে, প্রচারের ফাঁকে যদুবাবুর বাজারে তৃণমূলের কার্যালয়ের সামনে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান এবং মমতা ব্যানার্জী জিন্দাবাদ স্লোগান দেয় তৃনমূলের কর্মী-সমর্থকরা।

এছাড়াও বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে বিধি ভঙ্গের নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার মধ্যে প্রিয়াঙ্কাকে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মনোনয়ন পেশের দিন তিনি ৫০০-র বেশি মানুষ নিয়ে মিছিল করেছিলেন। এছাড়াও এসএসকেএম হাসপাতালের কাছে গোল মন্দির এলাকায় ধুনুচি নাচ ও মিছিল করা হয়েছিল বিজেপির প্রার্থীর সমর্থনে। এই কাজ নির্বাচনের বিধি ভঙ্গের মধ্যে পড়ে বলে জানিয়েছে কমিশন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর