দুবার পরাজিত হয়েও সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে! কে এই প্রিয়াঙ্কা টিবরেওয়াল

বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে উপনির্বাচনের দিন স্থির হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রচার কার্য শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আজই ঘোষণা হল প্রার্থীর নাম। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্ধী হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal)।

1631169418 492 priyanka tibrewal Bhawanipur by election Priyanka Tibrewal to contest against Mamata

দুবার নির্বাচনে পরাজিত হলেও, এবার এই আইনজীবীর উপরই নির্ভর করছে বিজেপির ভাগ্য। প্রথম জীবনে আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনজীবী হিসেবে তাঁর পরিচয় হলেও, পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভরসার পাত্রী হয়ে ওঠেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০১৪ সালের অগস্ট মাসে।

bbvjb

১৯৮১ সালে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কলকাতার ওয়েল্যান্ড গোলস্মিথ স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে পাড়ি দেন দিল্লী। তারপর সেখানে স্নাতক হয়ে, হাজরা ল’কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক হন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এরপর উচ্চশিক্ষার জন্য তাইল্যান্ড অ্যাসামপশন ইউনিভার্সিটি থেকে মানবসম্পদে এমবিএ করেন তিনি।

bjvbjvb

বর্তমানে বছর ৪০-র প্রিয়াঙ্কা ২০১৪ সালের অগস্টে বিজেপিতে যোগ দিয়েই ২০১৫-র কলকতাতা পুরসভা নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন। কিন্তু সেখানে নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর আবারও ২০২০ সালের অগস্টে দলের গুরুদায়িত্ব হাতে পেয়ে যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা এন্টালিতে গত বিধানসভায় তৃণমূলের কাছে প্রায় ৫৯ হাজার ভোটে আবারও পরাজিত হন।

দুবার পরাজয় হলেও, হেরে যাননি প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এই প্রিয়াঙ্কার উপরই সকল আশা ভরসা নির্ভর করছে বিজেপির। আর এই প্রিয়াঙ্কাই ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় বিজেপির প্রধান  মুখ হিসেবে কলকাতা হাই কোর্টে লড়াই করেছিলেন।

Priyanka Tibrewal with her husband and daughters

আর তার পরিপ্রেক্ষিতেই পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ যায় দেয়- খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই তদন্ত করবে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য সিট গঠন করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর