চাকরির খবরটাইমলাইনটাকা পয়সাভারত

দোলের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর! DA নিয়ে হতে চলেছে বড় ঘোষণা

বাংলাহান্ট ডেস্ক : শেষ পর্যন্ত পেশ হলো বাজেট (Budget)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বেশ সুবিধাই দিতে চলেছেন মধ্যবিত্ত মানুষের জন্য। তিনি বাজেটে তাদের জন্য কর ছাড় দিয়েছেন। এর আগে বলা হয়েছিল যে, মধ্যবিত্ত এবং সরকারী কর্মচারীদের জন্য হয়তো বিশেষ কোনো সুবিধাই দেওয়া হবে না। কিন্তু শেষমেশ অর্থমন্ত্রী অনেকটাই সুবিধা করে দিলেন তাদের জন্য।

crockex

বাজেটে বলা হলো যাদের আয় ৭ লক্ষ টাকার কম, তাদের আর কোনো কর দিতে হবে না। এছাড়া, সরকারী কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বিশেষ সুযোগ আনতে চলেছেন মোদী সরকার। দোলের আগে বা দোলের সময়েই তারা পেতে চলেছেন তাদের বর্ধিত মহার্ঘ ভাতা। দেশে প্রায় সরকারী কর্মচারীর সংখ্যা ৬৫ লক্ষ এবং পেনশন ভোগীর সংখ্যা ৪৮ লক্ষ, এরা সকলেই পেতে চলেছেন এই সুবিধা।

মার্চের প্রথম দিকেই হয়তো ঘোষণা হতে চলেছে এই সমস্ত মহার্ঘ ভাতার কথা। তবে তা কতোটা পরিমাণে বাড়বে তা এখনো ঠিক করা হয়নি। কারণ জিনিসপত্রের দাম বাড়া কমার ওপর এই ডিএ বা মহার্ঘ ভাতা নির্ভরশীল। সূত্রের খবর, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এখন কমে যাচ্ছে। ডিসেম্বরে প্রকাশিত AICPI সূচক থেকে জানা যাচ্ছে যে, মূল্য বৃদ্ধি এখন অনেকটাই কম হচ্ছে। এর ফলে সরকারী কর্মচারীদের ডিএ কতোটা বাড়বে তা এখনো জানা যায়নি।

nirmala sitharaman income tax

গত বছর AICPI সূচক বাড়ছিল আর তাই সবাই ভেবেছিল যে এবার হয়তো ডিএ অনেকটাই বাড়বে, তা বাড়ার কথা ছিল প্রায় ৪%। কিন্তু এখন এই সূচক হঠাৎ করে কমতে থাকায় এখন তা সত্যিই ভাববার বিষয়। তাই হয়তো, দোলের আগে তাদের ডিএ হয়তো ৩% পর্যন্ত বাড়তে পারে। তাদের যদি এই ৩% ডিএ -ও বৃদ্ধি পায়, সরকারী কর্মচারীদের মোট ডিএ এখন ৪১% পর্যন্ত হতে চলেছে। তবে ডিএ আদেও বাড়বে কীনা বা কতোটা কী বাড়বে এই নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker